গণপূর্তের সেই প্রকৌশলীর বিরুদ্ধে মামলার অনুমোদন দিল দুদক
বরিশালে বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকারসহ শিক্ষার্থীদের হাতে ধরা পড়া গণপূর্তের সেই নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুদকের প্রধান কার্যালয় থেকে এই বিষয়ে মামলার অনুমোদন দেওয়া হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, অনুমোদিত মামলায় হারুন অর রশিদের বিরুদ্ধে ২৫ লাখ ৮০ হাজার টাকা, ১ লাখ ডলার, ৪৮ দশমিক ২৮ ভরি স্বর্ণালংকার অবৈধভাবে অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।
গত বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেল ৫টার দিকে বরিশাল নগরীর চৌমাথা এলাকা থেকে হারুন অর রশিদকে আটক করেন শিক্ষার্থীরা। তিনি পটুয়াখালী জেলায় কর্মরত ছিলেন।