ক্যানসারে আক্রান্ত রাশিদার চিকিৎসায় সহায়তার আহ্বান

রাশিদা বেগম

স্তন ক্যানসারে আক্রান্ত মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বাসিন্দা রাশিদা বেগম (৫৫) বাঁচতে চান। তিন বছর ধরে তাঁর পরিবার ব্যয়বহুল এ রোগের চিকিৎসার খরচ চালাতে গিয়ে এখন নিঃস্বপ্রায়।

২০২০ সালে রাশিদার ক্যানসার ধরা পড়ে। ওই বছরই তাঁর অস্ত্রোপচার হয়। কিন্তু গত বছর তাঁর আবার ক্যানসার ধরা পড়েছে। তাঁর স্বামী মো. দেলোয়ার হোসেনও হৃদ্‌রোগে আক্রান্ত।

গত ১৫ ফেব্রুয়ারি রাশিদার শরীরে আবার অস্ত্রোপচার করা হলেও তা সফল হয়নি। তিনি এখন রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানান, রাশিদার শরীরে আবারও অস্ত্রোপচার করতে হবে ও চিকিৎসা চালিয়ে যেতে হবে।

দেলোয়ার হোসেন বলেন, তিনি স্ত্রীর চিকিৎসার বিপুল ব্যয় আর বহন করতে পারছেন না। এ অবস্থায় সমাজের বিত্তবান ব্যক্তি ও দাতা প্রতিষ্ঠানের কাছে তিনি স্ত্রীর চিকিৎসায় সহায়তা কামনা করছেন।

সহায়তা পাঠানোর ঠিকানা: মো. শরীফ, সঞ্চয়ী হিসাব: ২০৫.০৬১.৬০২.০০১.৯১৯০২, ইসলামী ব্যাংক, মণিপুর উপশাখা, ঢাকা। বিকাশ নম্বর: ০১৩০৩১৬২৫০০ (ব্যক্তিগত)।

বিজ্ঞপ্তি