বায়তুল মোকাররমে ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন মুসুল্লিরা। ৭ জুন সকালেছবি: প্রথম আলো

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়েছে।

প্রথম জামাত আজ শনিবার সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয়।

প্রথম জামাতে ইমামতি করেন খলিলুর রহমান মাদানী এবং মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন আবদুল হাদী।

দ্বিতীয় জামাতে ইমামতি করেন মাওলানা আবু সালেহ পাটোয়ারী এবং মুকাব্বির ছিলেন নাসির উল্লাহ।

তৃতীয় জামাতে ইমামতি করেছে মুশতাক আহমদ এবং মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন বিল্লাল হোসেন।

চতুর্থ জামাতে ইমামতি করেন মুফতি আবদুল্লাহ এবং মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেছেন আমির হোসেন।

সর্বশেষ জামাতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন এবং মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন জহিরুল ইসলাম।