সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৩ ফেব্রুয়ারি, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

কৌশলে টাকা তুলছেন এস আলম, তাঁর গৃহকর্মী ও গাড়িচালককে বেতন দিচ্ছে আভিভা ফাইন্যান্স

আর্থিক প্রতিষ্ঠান আভিভা ফাইন্যান্স থেকে পাঁচ মাস আগে বিতর্কিত ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলমকে (এস আলম) সরিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। তাতে কিন্তু আর্থিক প্রতিষ্ঠানটি এস আলমের নিয়ন্ত্রণমুক্ত হয়নি। এখনো এস আলমের দুই গৃহকর্মী ও এক গাড়িচালককে বেতন দিচ্ছে আভিভা ফাইন্যান্স। বিস্তারিত পড়ুন...

লালগালিচা বিছানো পথে খালে নামলেন তিন উপদেষ্টা, উদ্বোধন করলেন খননকাজ

লালগালিচা (কার্পেট) বিছানো পথে হেঁটে খাল সংস্কারকাজের উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা
ছবি: ড্রিঞ্জা চাম্বুগং

রাজধানীর মিরপুর-১৩ নম্বর সেকশন খাল সংস্কারকাজের উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা। উদ্বোধন করতে তিন উপদেষ্টা যে পথে যান, সেখানে বিছানো ছিল লালগালিচা (কার্পেট)। ওই গালিচা বিছানো পথে হেঁটে রোববার সকালে তাঁরা বাউনিয়া খালের খননকাজ শুরুর মাধ্যমে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির ছয়টি খালের সংস্কারকাজের উদ্বোধন করেছেন। বিস্তারিত পড়ুন...

কী ঘটেছিল চট্টগ্রামের সেই বিয়ের অনুষ্ঠানে

বিয়ের আসরে আওয়ামী লীগের নেতাদের উপস্থিতির খবরে বিক্ষোভ ও হট্টগোলের ঘটনা ঘটে। গতকাল রাতে চট্টগ্রামের টাইগারপাস এলাকার নেভি কনভেনশন সেন্টারে
ছবি: ভিডিও থেকে নেওয়া

চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায় অবস্থিত নেভি কনভেনশন সেন্টারে ছেলের বিয়ে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান থেকে গতকাল শনিবার রাতে আটক হন আওয়ামী লীগের নেতা ফখরুল আনোয়ার চৌধুরী। এর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ওই বিয়ের নানা ঘটনা আলোচিত হচ্ছে। বিস্তারিত পড়ুন...

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার ঘোষণা কানাডা, মেক্সিকো ও চীনের

ডোনাল্ড ট্রাম্প (বাঁয়ে), জাস্টিন ট্রুডো (মাঝে) ও ক্লাউদিয়া শেনবাউম (ডানে)
ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপের আদেশ দিয়েছেন। এ ছাড়া চীনের পণ্য আমদানিতে ১০ শুল্ক আরোপের আদেশ দিয়েছেন তিনি। এ-সংক্রান্ত তিনটি পৃথক নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প। এ আদেশ মঙ্গলবার থেকে কার্যকর হবে। বিস্তারিত পড়ুন...

টাকা না পাওয়ায় দেশে ফিরতে পারছেন না রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা

রায়ান বার্ল
প্রথম আলো

দুর্বার রাজশাহীর প্লে–অফে ওঠার আশা শেষ হয়ে গেছে কাল সন্ধ্যায়ই। ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে বিপিএলের প্লে–অফে চতুর্থ দল হিসেবে জায়গা করে নিয়েছে খুলনা টাইগার্স। কিন্তু ফ্র্যাঞ্চাইজির বিপিএল শেষ হয়ে গেলেও দেশে ফিরতে পারছেন না রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। হোটেলে অনিশ্চিত সময় পার করছেন তাঁরা।
বিস্তারিত পড়ুন...