সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১০ জুলাই, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

আবেদ আলী এলাকায় শিল্পপতির পরিচয় দেন, করতে চান উপজেলা চেয়ারম্যান নির্বাচন

পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলী ও তাঁর ছেলে সোহানুর রহমান
ছবি: সংগৃহীত

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) গাড়িচালক হিসেবে কর্মজীবন শেষে অবসরে গেছেন সৈয়দ আবেদ আলী ওরফে জীবন (৬০)। তবে গ্রামের বাড়ি মাদারীপুরের ডাসার এলাকার মানুষের কাছে তিনি শিল্পপতির পরিচয় দিতেন। সেই পরিচয়ে তিনি ডাসার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচন করার জন্য প্রচারণাও শুরু করেছেন।
বিস্তারিত পড়ুন...

চাঁদা ওঠে ‘৮০ কোটি টাকা’, ‘নিয়ন্ত্রকেরাই’ রাজনীতিতে প্রভাবশালী

চাঁদাবাজি
প্রতীকী ছবি

বগুড়ায় পরিবহনে চাঁদাবাজি যাঁরা নিয়ন্ত্রণ করেন, তাঁরাই আবার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের রাজনীতিতে প্রভাবশালী। চাঁদাবাজি নিয়ন্ত্রণের জন্যই তাঁরা আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে নিজস্ব দল গড়েন। দুই পক্ষের মধ্যে মহড়া দেওয়া ও সংঘর্ষের ঘটনাও ঘটে। এমনকি খুনের ঘটনাও ঘটেছে।
বিস্তারিত পড়ুন...

যাঁদের ছেলেমেয়েরা বিদেশে পড়ে, তাঁরাই কোটা চান

বাংলাদেশের উচ্চশিক্ষা এখন স্থবির। কবে নাগাদ এই অচলাবস্থা কাটবে, কেউ বলতে পারে না
প্রথম আলো

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর ক্ষমতাসীন দলের নেতা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকনেতাদের বক্তৃতা-বিবৃতির মধ্যে কোনো ফারাক দেখিনি। এবারই প্রথম তাঁরা মুখোমুখি অবস্থানে। নব্বইয়ে হুসেইন মুহম্মদ এরশাদের ক্ষমতাচ্যুতির পর একযোগে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা লাগাতার ধর্মঘট করেছেন, এ রকম নজির নেই। ২০১৫ সালে নতুন বেতন বোর্ডের অসংগতি নিয়ে তাঁরা একবার আন্দোলন করেছিলেন। পরে আলোচনার মাধ্যমে সে সমস্যার সমাধান হয়। বিস্তারিত পড়ুন...

‘আমার সন্তান যাতে নিশ্বাস নিতে পারে, সে চেষ্টা করছিলাম’

ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রধান শিশু হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে
ছবি: রয়টার্স

ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রধান শিশু হাসপাতালে থাকা রোগীদের মধ্যে ছিল ৩৩ বছর বয়সী ভিতলানা ক্রাভচেঙ্কোর শিশুসন্তান। সোমবার দিনের বেলায় এই হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এ ঘটনাকে ভীতিকর হিসেবে বর্ণনা করেন ক্রাভচেঙ্কো। বিস্তারিত পড়ুন...

অ্যানটেনার ওপর বুস্টার লাগিয়ে বাংলাদেশের নাটক দেখতাম

শাশ্বত চট্টোপাধ্যায়

জীবনে প্রথমবার ঢাকায় এসেছেন ভারতীয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়; ‘গুলমোহর’ দিয়ে ঢাকায় অভিষেক ঘটছে তাঁর। চরকির জন্য সিরিজটি নির্মাণ করছেন নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। গত বৃহস্পতিবার চরকির কার্যালয়ে নানা বিষয়ে তাঁর সঙ্গে আড্ডা হয়। বিস্তারিত পড়ুন...