বান্দরবানে সাঙ্গু নদে ডুবে কিশোর নিখোঁজ
বান্দরবান জেলা শহরের মারমা বাজার এলাকার বালাঘাটা ঘাটে সাঙ্গু নদে ডুবে মোহাম্মদ মারুফ নামের এক কিশোর নিখোঁজ রয়েছে। তার বাড়ি শহরের বালাঘাটা বাজার এলাকায়। আজ শুক্রবার দুপুরে সাঁতরে পার হওয়ার সময় সে নদে ডুবে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিজয় মল্লিক নামের এক বন্ধুর সঙ্গে সাঁতরে সাঙ্গু নদ পার হয়ে বান্দরবান বাজারের দিকে যাচ্ছিল মারুফ। এ সময় স্রোতের তোড়ে মারুফ ভেসে গিয়ে একপর্যায়ে ডুবে যায়। অপর কিশোর বিজয় মল্লিক ভেসে যাওয়ার সময় যন্ত্রচালিত নৌকার চালকেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
নিখোঁজ মারুফের বাবা দিদার ইসলাম বলেন, তাঁর ছেলে গাড়ি চালকের সহকারী হিসেবে কাজ করে। বাড়িতে কাউকে না বলেই সে সাঙ্গু নদে সাঁতার কাটতে এসেছিল।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা বিশান্ত বিকাশ বড়ুয়া প্রথম আলোকে বলেন, নিখোঁজ মারুফকে উদ্ধারে তাঁরা কাজ করছেন। কিন্তু নদে পানি ও স্রোত বেশি হওয়ায় রাঙামাটিতে ডুবুরি দলকে সংবাদ দেওয়া হয়েছে।