বগুড়ায় করোনায় অন্তঃসত্ত্বা নারী ও ডেঙ্গুতে তরুণের মৃত্যু

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল
ফাইল ছবি

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে আট মাসের অন্তঃসত্ত্বা এক নারী ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা ছয়টার পর বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। করোনায় মৃত নারীর নাম রোকসানা আকতার (২৭)। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত তরুণের নাম মাসুদ রানা (২৭)।

রোকসানা শাজাহানপুর উপজেলার জাবির হাসানের স্ত্রী। তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৭ জুলাই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গু থেকে সুস্থ হওয়ার পর তিনি করোনায় আক্রান্ত হন। আর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া মাসুদ রানা বগুড়া শহরের জলেশ্বরীতলার জিল্লুর হোসেনের ছেলে। দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বগুড়ার শজিমেক হাসপাতালের সহকারী পরিচালক যাকারিয়া রানা বলেন, ১৭ জুলাই রোকসানা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। ভর্তির সময় তিনি প্রায় আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু থেকে সুস্থ হওয়ার পর তিনি করোনায় আক্রান্ত হন। আজ বুধবার সন্ধ্যায় তিনি মারা যান। অন্যদিকে মাসুদ রানা বুধবার বেলা আড়াইটার দিকে হাসপাতালের ডেঙ্গু ইউনিটে ভর্তি হয়েছিলেন। এর আগে চার থেকে পাঁচ দিন শহরের বেসরকারি ক্লিনিকে তিনি চিকিৎসাধীন ছিলেন। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে শজিমেক হাসপাতালে আনার কয়েক ঘণ্টা পর তিনি মারা যান।