ইতালির প্রেসিডেন্টের সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ

ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাতারেলার সঙ্গে শান্তিতে নোবেল পুরস্কারজয়ী ড. ইউনূস। রোম, ইতালিছবি: ইউনূস সেন্টারের সৌজন্যে

শান্তিতে নোবেল পুরস্কারজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাতারেলার সঙ্গে সাক্ষাৎ করেছেন। গত শনিবার ইতালির রাজধানী রোমের প্রেসিডেন্ট প্যালেসে এই সাক্ষাৎ হয়।

ড. ইউনূসসহ মানব ভ্রাতৃত্ববিষয়ক দ্বিতীয় বিশ্ব সম্মেলনে অংশগ্রহণকারী শান্তিতে নোবেলজয়ী ব্যক্তিদের সঙ্গেও বৈঠক করেন ইতালির। অংশগ্রহণকারীরা মানব ভ্রাতৃত্ববিষয়ক বিশ্ব সম্মেলনের শান্তি গোলটেবিল বৈঠকে প্রণীত ‘শান্তি ঘোষণা’র রূপরেখা এবং মানবতার অন্যান্য বৈশ্বিক সংকট নিয়ে আলোচনা করেন।

শুক্র ও শনিবার ভ্যাটিকান সিটিতে দুই দিনব্যাপী মানব ভ্রাতৃত্ববিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়। পোপ ষোড়শ ফ্রান্সিসের আমন্ত্রণে ড. ইউনূসসহ ওই সম্মেলনে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ৩০ জন বিজ্ঞানী, অর্থনীতিবিদ, চিকিৎসক, ব্যবস্থাপক কর্মী, ক্রীড়া ব্যক্তিত্বসহ সাধারণ নাগরিকেরা অংশ নেন।