যাচাই ডট কম ও একশপের মধ্যে সমঝোতা স্মারক

যাচাই ডট কম ও একশপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়
ছবি: সংগৃহীত

সরকারের এসপায়ার টু ইনোভেটের (এটুআই) প্রোগ্রাম একশপের সঙ্গে যৌথ কার্যক্রম শুরু করেছে ই-কমার্স মার্কেটপ্লেস যাচাই ডট কম লিমিটেড। সোমবার আইসিটি বিভাগে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানেরর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এটুআইয়ের পক্ষে যুগ্ম প্রকল্প পরিচালক নাহিদ সুলতানা মল্লিক ও ই-কমার্স প্রধান রেজওয়ানুল হক জামিসহ একশপের উর্ধ্বতন কর্মকর্তা এবং যাচাই ডট কম লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুল আজিজ উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারক নিয়ে রেজওয়ানুল হক জামি বলেন, ‘যাচাই ডট কমের মতো দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নয়নে একশপের ভূমিকা রাখতে পারা অত্যন্ত গর্বের, কারণ আমরা এটুআই দেশীয় স্টার্ট-আপ সমূহের সামাজিক অবদান বৃহত্তর করার জন্য নিত্য নতুন টুলস ও সেবা উদ্ভাবনে সর্বদা সচেষ্ট রয়েছি। যাচাই ডট কম লিমিটেডের ক্ষেত্রে একশপের ডিপিআই প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত খুবই যুগোপযোগী, যা দেশব্যাপী যাচাই ডট কমের সেবা পরিধির ব্যপ্তি বৃদ্ধি ছাড়াও ক্রস-বর্ডার ই-কমার্স এবং পেমেন্ট ইকোসিস্টেমে তার কর্মদক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।’

আব্দুল আজিজ বলেন, ‘একশপ ও যাচাই একত্রে দেশের নাগরিকদের দৈনন্দিন জীবনধারণ সহজীকরনে বিভিন্ন পণ্য ও সেবা বাজারে নিয়ে আসবে। এছাড়া, দেশীয় উৎপাদনকারী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তায় বিভিন্ন মার্চেন্ট ট্যুল নিয়ে আসবে যাচাই সুপার মার্চেন্ট অ্যাপ। এগুলোর ক্ষেত্রেও যাচাই ডট কম লি. এটুআই-এর একশপ ডিপিআই ব্যবহার করবে।’