প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার নিন্দায় দক্ষিণ এশিয়ার গণমাধ্যম সংগঠন ও সাংবাদিকেরা
বাংলাদেশের শীর্ষ দুই দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা এবং নিউ এজ সম্পাদক নূরুল কবীরকে শারীরিকভাবে হেনস্তার ঘটনার নিন্দা জানিয়েছে দক্ষিণ এশিয়াভিত্তিক কয়েকটি গণমাধ্যম সংগঠন ও নেতৃস্থানীয় সাংবাদিকেরা।
গতকাল সোমবার দ্য সাউথইস্ট পিস অ্যাকশন (সাপান), দ্য সাউথ এশিয়া মিডিয়া ডিফেন্ডার নেটওয়ার্ক (এসএএমডিইএন), সাপান নিউজসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান ও সাংবাদিকের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে নিন্দা প্রকাশ করা হয়।
বাংলাদেশে সহিংসতার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়ে প্রেসক্লাব অব ইন্ডিয়া ও করাচি প্রেস যেসব বিবৃতি দিয়েছে, তাকে স্বাগত জানিয়েছে সংগঠনগুলো।
গত বৃহস্পতিবার ঢাকার কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টারে সন্ত্রাসী আক্রমণ হয়। হামলাকারীরা ভাঙচুর–লুটপাটের পাশাপাশি সংবাদপত্র দুটির ভবন আগুনে পুড়িয়ে দেয়। গণমাধ্যম প্রতিষ্ঠানে এমন হামলায় দেশে ও বিদেশে নিন্দার ঝড় বইছে। তার মধ্যে দক্ষিণ এশিয়াভিত্তিক সাংবাদিকেরাও সংহতি জানালেন।
যৌথ বিবৃতিতে বাংলাদেশের পাশাপাশি তিন মাস আগে নেপালের গণমাধ্যম কার্যালয়গুলোতে একই ধরনের হামলার কথা তুলে ধরে বলা হয়, সংবাদমাধ্যমকে চুপ করানোর জন্য সহিংসতা, হুমকি, হামলা বা হয়রানি অগ্রহণযোগ্য। এ ধরনের কর্মকাণ্ড সংবাদমাধ্যমের স্বাধীনতা, সাংবিধানিক মত প্রকাশের অধিকার ও আইনের শাসনের লঙ্ঘন।
বিবৃতিতে হামলা, অগ্নিসংযোগ ও হুমকির ঘটনায় দায়ীদের শনাক্ত করে দ্রুততার সঙ্গে ন্যায্য, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন—
বীণা সারওয়ার—সাপান নিউজের প্রতিষ্ঠাতা সম্পাদক এবং সাউথ এশিয়া পিস অ্যাকশন নেটওয়ার্কের সহপ্রতিষ্ঠাতা ও কিউরেটর কনক মনি দীক্ষিত—কাঠমান্ডুর হিমাল সাউথ এশিয়ানের প্রতিষ্ঠাতা ও সাবেক সম্পাদক
সঞ্জয় হাজারিকা—স্বাধীন কলাম লেখক
দিলরুকশি হান্দুন্নেতি—শ্রীলঙ্কার অনুসন্ধানী সাংবাদিক ও আইনজীবী
নিরুপমা সুব্রামানিয়ান—সাংবাদিক, সাবেক সম্পাদক, চেন্নাই
ফরমান আলী—দ্য হাই এশিয়া হেরাল্ডের প্রধান সম্পাদক এবং ডনের সাবেক বার্তা সম্পাদক
হুসেইন নাকি—জ্যেষ্ঠ সাংবাদিক, সাবেক সম্পাদক, লাহোর
অন্তরা দেব সেন—নয়াদিল্লিভিত্তিক দ্য লিটল ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা সম্পাদক
বালা চৌহান—দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের জ্যেষ্ঠ সম্পাদক
তাহিরা আবদুল্লাহ—গণতন্ত্র ও অধিকার আন্দোলনের কর্মী, ইসলামাবাদ
অনুরাধা ভাসিন—কাশ্মীর টাইমসের ব্যবস্থাপনা সম্পাদক
অমিত সেনগুপ্ত—ইনডিপেনডেন্ট ইংক–এর সম্পাদক
আসমাতুল্লাহ নিয়াজী—সম্প্রচার সাংবাদিক, ইসলামাবাদ
বাচি কারকারিয়া—কলাম লেখক, মুম্বাই
বিনীতা পান্ডে—দ্য এশিয়ান এজ–ডেক্সান ক্রনিকলের জ্যেষ্ঠ সম্পাদক, নয়াদিল্লি
নীতা কোলহাটকর—সাংবাদিক, মুম্বাই
মনিদীপা ব্যানার্জি—সাংবাদিক, কলকাতা
দীপাল ত্রিবেদী—ভাইবস অব ইন্ডিয়া ডটকমের সহপ্রতিষ্ঠাতা, আহমেদাবাদ, গুজরাট
মায়া শর্মা—স্বাধীন সাংবাদিক, বেঙ্গালুরু, ভারত
স্টেলা পল—সাংবাদিক, হায়দরাবাদ, ভারত
পামেলা ফিলিপোজ—সাংবাদিক, নয়াদিল্লি
ওয়াজাহাত মাসুদ—সম্প্রচার সাংবাদিক, লাহোর
নিয়াজ মুর্তজা—সাংবাদিক, ইসলামাবাদ
নিলোভা রায় চৌধুরী—স্বাধীন সাংবাদিক, নয়াদিল্লি
রাধিকা রামাসেশান—রাজনীতিবিষয়ক সাংবাদিক ও কলাম লেখক, নয়াদিল্লি
নম্রতা শর্মা—সাংবাদিক ও অধিকারকর্মী, নেপাল
জ্যোতি মালহোত্রা—এডিটর–ইন চিফ, দ্য ট্রিবিউন, চণ্ডীগড়, ভারত
স্মিতা গুপ্তা—স্বাধীন সাংবাদিক, নয়াদিল্লি
নিবেদিতা ঝা—স্বাধীন সাংবাদিক, বিহার
কুর্রাতুল–আইন–তাহ্মিনা—সাংবাদিক, ঢাকা
শীর্ষেন্দু চক্রবর্তী—সংবাদ প্রতিদিন, কলকাতা, পশ্চিমবঙ্গ
সৌরভ দুগ্গাল—স্বাধীন সাংবাদিক, চণ্ডীগড়, ভারত
অনামিত্র চ্যাটার্জি—এই সময়, কলকাতা
বিবেক মুখার্জি—স্বাধীন সাংবাদিক ও কনসাল্টিং এক্সিকিউটিভ এডিটর, জি ফাইল
নয়াদিল্লি
যতিন গান্ধী—সাংবাদিক ও লেখক, নয়াদিল্লি
আঙ্গুর নাহার মন্টি —সাংবাদিক, বাংলাদেশ
এ এইচ নায়ার—পদার্থবিদ ও শান্তি কর্মী, ইসলামাবাদ