সাংবাদিক বুরহান হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার চায় পরিবার
নোয়াখালীর কোম্পানীগঞ্জের সাংবাদিক বুরহান উদ্দিন ওরফে মুজাক্কিরের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও আসামিদের গ্রেপ্তার করে দ্রুত বিচার শেষ করার দাবি জানিয়েছেন তাঁর স্বজনেরা।
এই সাংবাদিকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তাঁর বাবা নোয়াব আলী, ভাই নূর উদ্দিন, ফখরুদ্দিন, ভগ্নিপতি আবদুর ছাত্তারসহ পরিবারের অন্য সদস্যরা। সেখানেই তাঁরা এই দাবি জানান।
মানববন্ধন শেষে গণমাধ্যমকর্মীদের লিখিত সংবাদ বিজ্ঞপ্তি দেন স্বজনেরা। সেখানে তাঁরা বিভিন্ন অভিযোগ ও দাবি তুলে ধরেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই হত্যা মামলাটি পিবিআইয়ে হস্তান্তরের পর দুই বছর হয়ে গেলেও এখনো অভিযোগপত্র দেওয়া হয়নি। এ ছাড়া ভিডিওতে যাঁদের হাতে অস্ত্র দেখা গেছে, তাঁরা কাদের নির্দেশে হত্যা করেছেন, অস্ত্র কোথায় পেলেন, সেই অস্ত্র পরে কোথায় গেল, গ্রেপ্তার আসামিদের সঙ্গে কাদের কথা হয়েছিল—এ-সংক্রান্ত মুঠোফোনের কল তালিকা অনুসন্ধান করে হত্যাকাণ্ডের কুশীলবদের দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জোর দাবি জানানো হয়।
বছরের পর বছর মামলা ফেলে রেখে জনগণকে কষ্ট না দিতে পিবিআইসহ অন্য সংস্থা ও বিচার বিভাগের কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানান এই স্বজনেরা। তাঁরা এ হত্যার ন্যায়বিচার পাওয়ার আশায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চান বলে জানান।
সাংবাদিক বুরহান উদ্দিন ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি বিকেলে কোম্পানীগঞ্জের চাপরাশিরহাট পূর্ব বাজারে আওয়ামী লীগের মিছিলে সংবাদ সংগ্রহে ভিডিও ধারণের সময় গুলিবদ্ধ হয়েছিলেন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। পরদিন রাত ১১টার দিকে তিনি মারা যান। তাঁর বুকে ও গলায় অনেকগুলো গুলি লেগেছিল।
সর্বশেষ চ্যানেল-২৩, বার্তা বাজার ও আরএনএন নামের স্থানীয় অনলাইন টিভি চ্যানেলের নোয়াখালী জেলার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতেন বুরহান উদ্দিন।