সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে সাবেক নটর ডেমিয়ানদের সাহ্‌রি বিতরণ

রাজধানীর শিল্পকলা একাডেমির সামনে সাহ্‌রি খাওয়ানোর ব্যবস্থা করা হয়
ছবি: সংগৃহীত

রাজধানীতে শতাধিক খেটে খাওয়া নারী–পুরুষকে সাহ্‌রি করিয়েছে এক্স নটর ডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন। শনিবার দিবাগত রাতে সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে এই আয়োজন করা হয়।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এক্স নটর ডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন। সাহ্‌রি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব মো. জাকির হোসেন। এ সময় মানবকল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য এক্স নটর ডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান তিনি।

সুবিধাসঞ্চিত মানুষের জন্য ভাত, গরুর মাংস, মুরগির ডিম ও ডাল দিয়ে সাহ্‌রির আয়োজন করা হয়। ইফতার বিতরণ, ঈদ উপহারসহ বিভিন্ন জনহিতকর কাজ সবার সহযোগিতায় অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠান আয়োজনে পাশে থাকার জন্য জুম বাংলাদেশকে অভিনন্দন জানান তারা।  

অনুষ্ঠানে বক্তব্য দেন এক্স নটর ডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহসভাপতি দলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবদুল কাদের শাহিন, যশোর আওয়ামী লীগ সদস্য মোস্তফা আশীষ ইসলাম, বিটিসিএলের সহকারী পরিচালক খালেদ ফয়সাল জিতু, জুম বাংলাদেশের প্রতিষ্ঠাতা শাহিন প্রধান। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন শাহ আহমদ জুবায়ের রাফি, আবদুল্লাহ আল মামুন, মুহম্মদ আনোয়ার সাদাত প্রমুখ।