কেরানীগঞ্জে চিপস কারখানায় আগুন

কেরানীগঞ্জে চিপস কারখানায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটছবি: কবির হোসেন

ঢাকার অদূরে কেরানীগঞ্জে একটি চিপস কারখানায় আগুন লেগেছে। তাৎক্ষণিকভাবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের গণমাধ্যম শাখা জানিয়েছে, আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ধলেশ্বরী ১ নম্বর সেতুসংলগ্ন বেড়িবাঁধে একটি টিনশেড চিপস কারখানায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের  শিখা দাউদাউ করে জ্বলে ওঠে। পরে তা চারদিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে।

রাত আটটার দিকে যোগাযোগ করা হলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম প্রথম আলোকে বলেন, ফায়ার সার্ভিস আগুন নেভাতে চেষ্টা করছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহত বা কারখানার ভেতরে কারও আটকে থাকার খবর পাওয়া যায়নি।