সামাজিক যোগাযোগের মাধ্যম নিয়ে যা বললেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

আ ক ম মোজাম্মেল হকফাইল ছবি

অভিযোগ আমলে না নিলে প্রয়োজনে কিছু সময়ের জন্য দেশে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।

আ ক ম মোজাম্মেল হক আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে অফিস (সামাজিক যোগাযোগমাধ্যম) না থাকার কারণে বিভিন্ন সময় তাঁদের (সরকারের) বিভিন্ন সুপারিশ শোনা হয় না। এই যে তারা শুনছে না, এটি পাবলিকলি (জনসমক্ষে) প্রচার করা হবে। প্রয়োজন হলে কিছু সময়ের জন্য এগুলো বন্ধ করে দেওয়া হবে।

আ ক ম মোজাম্মেল হক বলেন, আগে আন্তর্জাতিক সংস্থাকে যথাযথ নোটিশ দেওয়া হবে যে তারা (সামাজিক যোগাযোগমাধ্যম) অভিযোগ যথাযথভাবে আমলে নিয়ে এসব অপরাধ, গুজব অব্যাহত থাকার বিষয়ে কোনো উদ্যোগ নিচ্ছে না। এ জন্য তাদের প্রথমে বারবার বলা হবে। দরকার হলে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েও বলা হবে। তারপরও না হলে ব্যবস্থা। বিশ্ববাসীর কাছে যাতে মনে না হয় যে এখানে মৌলিক অধিকার ব্যাহত হচ্ছে।

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অভিযোগের বিষয়ে সাড়া না দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।