নিরাপত্তাজনিত কারণে রুমা ও রোয়াংছড়িতে ভ্রমণে বিরত থাকার নির্দেশ

বান্দরবানের দুর্গম পাহাড়
ফাইল ছবি

নিরাপত্তাজনিত কারণে বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলায় আগামীকাল মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পর্যটকদের ভ্রমণ স্থগিত করা হয়েছে। দুই উপজেলায় সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আজ সোমবার রাতে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন।

দুই উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, আজ বিকেলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে রুমা, রোয়াংছড়ি উপজেলা সদরসহ দুই উপজেলার দেবতাকুম, বগা লেক, কেওক্রাডং, রিজুক ঝরনাসহ যেকোনো পর্যটনস্থানে যাওয়া-আসা থেকে বিরত থাকতে হবে। আগামীকাল থেকে এ নির্দেশনা কার্যকর হবে।

রুমা উপজেলার সহকারী প্রশাসনিক কর্মকর্তা মিলন মারমা জানিয়েছেন, বর্তমানে যেসব পর্যটক ভ্রমণে রয়েছেন, তাঁদের আগামীকাল দুপুরের মধ্যে ফিরে যেতে বলা হয়েছে। পর্যটন পরিচালনাকারী সব প্রতিষ্ঠান ও ট্যুর গাইডকে ভ্রমণরত পর্যটকদের এবং আগমনপ্রত্যাশীদের মৌখিকভাবে জানিয়ে দেওয়ার জন্য বলে দেওয়া হয়েছে। আগামীকাল এ–সংক্রান্ত লিখিত বিজ্ঞপ্তি জারি করা হবে।

পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা কেন জানতে চাইলে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খুরশীদ আলম চৌধুরী বলেন, নিরাপত্তাজনিত সমস্যার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রশাসন ও পুলিশের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, কয়েক দিন ধরে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম বড়থলি ইউনিয়নে এবং ওই ইউনিয়নসংলগ্ন রুমা ও রোয়াংছড়ি উপজেলায় নিরাপত্তা বাহিনীর জঙ্গিবিরোধী অভিযান চলছে। ওই অভিযানের স্বার্থে দুই উপজেলায় পর্যটকদের ভ্রমণ আপাতত স্থগিত করা হয়েছে।