সরকার যখন সিন্ডিকেটের নিয়ন্ত্রণে, জনগণের ভোগান্তি তখন সীমাহীন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে সাদা দলের মানববন্ধনছবি: প্রথম আলো

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য মানুষের ক্রয়সীমার মধ্যে রাখতে সিন্ডিকেট ভেঙে দিতে হবে। কিন্তু বর্তমান সরকারের সে সাহস নেই। কারণ, সিন্ডিকেটই এই সরকারকে নিয়ন্ত্রণ করে। সরকার যখন সিন্ডিকেটের নিয়ন্ত্রণে যায়, তখন জনগণের ভোগান্তির সীমা থাকে না। জবাবদিহিপূর্ণ সরকার থাকলে দেশ আজকের এই অসহনীয় পর্যায়ে যেত না।

আজ রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক মানববন্ধনে এসব অভিযোগ করেন বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের নেতারা। বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অসহনীয় মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাদা দল এ মানববন্ধন আয়োজন করে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সাদা দলের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মো. লুৎফর রহমান। তিনি বলেন, ‘বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি জাতির জন্য অত্যন্ত কষ্টের। মানুষ কষ্টে আছে, একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। সরকারের ভাবা উচিত, মানুষকে কীভাবে স্বস্তি দেওয়া যায়।’ তিনি বলেন, ‘জিনিসপত্রের দাম বাড়ছে। দায়িত্বশীল জায়গা থেকে রমজানে খেজুরের পরিবর্তে বরই খাওয়ার কথা বলা হচ্ছে। এটি অত্যন্ত নিন্দনীয় ও অগ্রহণযোগ্য। দায়িত্বশীল জায়গা থেকে যেসব ব্যাখ্যা দেওয়া হচ্ছে, তা হতাশাজনক।’

বর্তমান সরকার জিনিসপত্রের দাম কমাতে পারছে না কেন—প্রশ্ন রেখে লুৎফর রহমান বলেন, যাঁদের কারণে দাম বাড়ে, তাঁরা একটা বড় সিন্ডিকেট। সেই সিন্ডিকেটের মধ্যে আছেন বড় ব্যবসায়ীরা। তাঁরা আবার রয়েছেন সংসদে; যাঁরা বক্তৃতা দেন, যাঁদের বেগমপাড়ায় বাড়ি আছে। শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে বসে কথা বলতে তাঁদের তো কর দিতে হয় না। এর প্রভাবটা পড়ে আমরা যাঁরা কর দিই, তাঁদের ওপর।’

সাদা দলের এই নেতা বলেন, ‘জনগণের কাছে জবাবদিহিপূর্ণ সরকার থাকলে দেশ আজকের এই অসহনীয় পর্যায়ে যেত না। মানুষের ভোটের মধ্য দিয়ে সরকার গঠিত হলে সেই সরকার হবে জনগণের সরকার। কিন্তু গত চারটি নির্বাচনে জনগণ ভোট দিয়ে তাঁদের প্রতিনিধি নির্বাচন করতে পারেনি। জনগণের সরকার থাকলে আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে আমাদের প্রতিবাদ করতে হতো না।’

মানববন্ধনে সাদা দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, ‘বারবার বিদ্যুতের দাম বাড়ছে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য লাগামহীন। মূল্যস্ফীতি বেড়েই চলেছে। এসব আপামর জনসাধারণের মতো আমাদের জীবনও গভীরভাবে স্পর্শ করেছে।’ তিনি বলেন, ‘বর্তমান সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হয় না। তারা নিজেদের খেয়ালখুশিমতো দেশ চালাচ্ছে। এর মাশুল দিতে হচ্ছে মানুষকে।’

সাদা দলের সদস্যসচিব মো. মহিউদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে সংগঠনের নেতা সৈয়দ তানভীর রহমান ও শহিদুল জাহিদ বক্তব্য দেন।