সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ মঙ্গলবার। সারা দিনে হয়তো প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। আলোচিত সংবাদগুলোর মধ্যে ছিল ছাত্রলীগ-পুলিশের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের সংঘর্ষে ৬ জন নিহত হওয়ার খবর। এ ছাড়া আন্তর্জাতিক, রাজনীতি, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

‘আমার তো সব শেষ হয়ে গেছে’

আন্দোলনকারী ও ছাত্রলীগের সংঘর্ষের সময় নিহত হওয়া মোহাম্মদ ফারুকের স্ত্রী সীমা আক্তার ( কালো ওড়না) ও স্বজনদের আহাজারি। আজ সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে
ছবি : সৌরভ দাশ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে লাশঘরের সামনে বসেছিলেন সীমা আকতার। সাংবাদিকদের ছবি তুলতে দেখে হঠাৎ প্রশ্ন ছুড়ে দেন তিনি। কথা বলতে বলতে চোখ মুছছিলেন। লাশঘরে তাঁর স্বামী মো. ফারুকের মরদেহ পড়ে আছে। বিস্তারিত পড়ুন...

ছাত্রলীগ-পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত ৫

সায়েন্স ল্যাবরেটরি মোড় এলাকায় মুখোমুখি অবস্থানে আন্দোলনকারী শিক্ষার্থী, আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা
ছবি: তানভীর আহাম্মেদ

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকায় একজন, চট্টগ্রামে তিনজন ও রংপুরে একজন রয়েছেন। আজ মঙ্গলবার দুপুরের পর ঢাকার বেশ কয়েকটি এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে আরও কয়েক শ মানুষ আহত হয়েছেন। বিস্তারিত পড়ুন...

ট্রাম্পকে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা

রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প
ছবি: এএফপি

আগামী নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে রিপাবলিকান পার্টি। প্রেসিডেন্ট নির্বাচিত হলে ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর জেডি ভ্যান্স রানিং মেট হবেন বলে ঘোষণা দিয়েছেন ট্রাম্প। বিস্তারিত পড়ুন...

কোপার ফাইনালে হারের পর যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার কলম্বিয়ার ফুটবলপ্রধান ও তাঁর ছেলে

খেলা শুরুর আগের হাঙ্গামায় গ্রেপ্তার হয়েছেন আরও ২৫ জন
এএফপি

কোপার ফাইনালের আর্জেন্টিনার কাছে হারার পর আরেকটি দুঃসংবাদ শুনেছে কলম্বিয়ার ফুটবল। মায়ামির পুলিশ গ্রেপ্তার করেছে দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি ও তাঁর ছেলেকে। স্টেডিয়ামে নিরাপত্তারক্ষীদের সঙ্গে মারামারির অভিযোগে আটক করা হয়েছে তাঁদের। বিস্তারিত পড়ুন...

প্রতিবাদ জানিয়েছেন পরীমনিরা, কে কী লিখছেন

Md. Monzurul Alom

বেশ কদিন ধরেই কোটা সংস্কার আন্দোলন নিয়ে চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীত অঙ্গনের অনেক তারকাই ফেসবুকে পোস্ট করেছেন। পরীমনি লিখেছেন, ‘নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক।’ বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন