শামীম ওসমানের জমি-প্লট ও ব্যাংক হিসাব ক্রোকের আদেশ

শামীম ওসমানছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের সম্পদ ক্রোক করার আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ রোববার এ আদেশ দেন।

আদালতে জমা দেওয়া দুদকের প্রতিবেদন অনুযায়ী, পূর্বাচলে শামীম ওসমানের নামে থাকা একটি প্লট ক্রোক করার আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া উত্তরায় শামীম ওসমানের নামে থাকা ৯ কাঠা জমি ক্রোক করারও আদেশ দিয়েছেন আদালত।

এর বাইরে শামীম ওসমানের নামে থাকা ২৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

দুদক আদালতের কাছে লিখিতভাবে অভিযোগ করেছে, শামীম ওসমান তাঁর স্থাবর-অস্থাবর সম্পদ বিক্রি এবং ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলনের পরিকল্পনা করছেন। তদন্তের স্বার্থে এসব সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা প্রয়োজন। শুনানি নিয়ে আদালত শামীম ওসমানের সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করার আদেশ দেন।

এর আগে গত ১৫ জানুয়ারি দুদক শামীম ওসমান, তাঁর স্ত্রী সালমা ওসমান ও শ্যালক তানভীর আহমেদের নামে মামলা করে। মামলায় ২ কোটি ৫১ লাখ ৮৩ হাজার ৩৫৮ মার্কিন ডলার পাচারের অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে যান। শামীম ওসমানও দেশ থেকে পালিয়ে যান। এরপর শামীম ওসমানের বিরুদ্ধে ছাত্র–জনতার আন্দোলনে গুলি করে হত্যার অভিযোগে একাধিক মামলা হয়।