পঙ্গুত্বের সঙ্গে লড়াইয়ে হুমায়রা, সহায়তায় এগিয়ে আসুন

হুমায়রা আক্তার মাসুরাবিজ্ঞপ্তি

গাছ থেকে পড়ে পক্ষাঘাতগ্রস্ত হয়ে ২০১৯ সাল থেকে চিকিৎসাধীন আছে হুমায়রা আক্তার মাসুরা (১৭)। তাদের গ্রামের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার দুর্গাপুর গ্রামে। ২০২২ সালে সাভারের পক্ষাঘাতগ্রস্ত মানুষের পুনর্বাসন কেন্দ্র সিআরপিতে তার অস্ত্রোপচার হয়। বর্তমানে হুইলচেয়ারে চলতে পারা হুমায়রা স্থানীয় একটি ফিজিওথেরাপি সেন্টারে চিকিৎসা নিচ্ছে।

হুমায়রার বাবা মো. বাস্তু সর্দার ও মা ফাতেমা বেগম আগে গাজীপুরে পোশাক কারখানায় কাজ করতেন। দুই মেয়ে ও তিন ছেলের মধ্যে মাসুরা এ দম্পতির বড় সন্তান।

বাস্তু সর্দার বলেন, এখন তিনি খুলনায় দিনমজুরির মতো কাজ করছেন। তাঁর স্ত্রীও অসুস্থ। এমন অবস্থায় মেয়ের চিকিৎসা চালাতে গিয়ে তিনি হিমশিম খাচ্ছেন। তাই মেয়ের চিকিৎসায় সমাজের হৃদয়বান ব্যক্তিদের সহায়তা চান তিনি।

সহায়তা পাঠানোর ঠিকানা: মো. বাস্তু সর্দার, হিসাব নম্বর ১২৩.১৫১.০০৬.৫৪১৩, ডাচ্-বাংলা ব্যাংক, বোর্ড বাজার শাখা, গাজীপুর অথবা বিকাশ: ০১৭৭১৬৯৬৪৮৮। বিজ্ঞপ্তি