চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অব্যাহতি চেয়েছেন

অধ্যাপক মো. আবু তাহেরফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আবু তাহের তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন।

গতকাল রোববার আবু তাহের উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। আজ সোমবার সকাল আটটায় প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ।

কে এম নূর আহমদ প্রথম আলোকে বলেন, ‘উপাচার্য অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। তবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত আসেনি। এ ছাড়া সব হলের প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা পদত্যাগ করেছেন। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তাঁরা পদত্যাগ করেছেন।’

গত বুধবার দিবাগত রাতে উপাচার্যকে পদত্যাগ করতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার রাতে এই সময়সীমা শুক্রবার দুপুর ১২টা করা হয়।

উপাচার্যের পাশাপাশি, সহ-উপাচার্য, প্রক্টরিয়াল বডি ও সব হলের প্রাধ্যক্ষর পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা। এই দাবিতে গত শুক্রবার থেকে তাঁরা উপাচার্যের বাসভবন ও প্রক্টর কার্যালয়ে তালা দিয়ে রেখেছেন।

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, ছাত্রছাত্রী নির্দেশনা কেন্দ্রের পরিচালক ও সব হলের প্রাধ্যক্ষ পদত্যাগ করলেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, উপাচার্য আগের সরকারের সঙ্গে লেজুড়বৃত্তি করে পদ পেয়েছেন। আন্দোলন চলাকালে ছাত্রীদের হল থেকে বের করে দেওয়া হয়। অন্যদিকে হলে থাকতে দেওয়া হয় ছাত্রলীগের নেতা-কর্মীদের। শিক্ষার্থীদের ওপর হামলার পরোক্ষভাবে মদদ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসবের দায় নিয়ে উপাচার্য ও সহ-উপাচার্যদের পদত্যাগ করতে হবে। এরপর গতকাল উপাচার্য তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন।

গত ১৯ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান আবু তাহের। ২০ মার্চ তিনি দায়িত্ব নেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক। তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য ছিলেন।