ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াডের চট্টগ্রাম পর্ব চলছে

বেলুন উড়িয়ে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াডের চট্টগ্রাম আঞ্চলিক পর্ব উদ্বোধন করা হয়।
ছবি: সৌরভ দাশ

চট্টগ্রামের ফয়’স লেক কনকর্ড অ্যামিউজমেন্ট পার্কে শুরু হয়েছে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াডের চট্টগ্রাম আঞ্চলিক পর্ব। আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে এ উৎসব শুরু হয়। অনলাইনে আবেদনের মাধ্যমে বাছাই করা শিক্ষার্থীরা এতে অংশ নিচ্ছে।

সকাল আটটা থেকে শিক্ষার্থীরা উপস্থিত হতে শুরু করে। সকাল সাড়ে নয়টা পর্যন্ত চলে বাছাই করা শিক্ষার্থীদের নিবন্ধন।

আঞ্চলিক পর্বের পরীক্ষায় অংশ নিয়েছে শিক্ষার্থীরা।
ছবি: সৌরভ দাশ

প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল ও বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটির আয়োজনে অলিম্পিয়াডের পৃষ্ঠপোষকতা করছে ডাচ্-বাংলা ব্যাংক। ব্যবস্থাপনায় রয়েছে প্রথম আলো। এ ছাড়া ম্যাগাজিন পার্টনার হিসেবে থাকছে ‘কিশোর আলো’ ও বিজ্ঞানবিষয়ক মাসিক ম্যাগাজিন ‘বিজ্ঞানচিন্তা’।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের অধ্যাপক আরশাদ মোমেন, বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটির পতাকা উত্তোলন ফিজিক্স অলিম্পিয়াড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ জাহাঙ্গীর মাসুদ, স্কুলের পতাকা উত্তোলন করেন প্রেসিডেন্সি এডুকেশনের রেক্টর ইমাম হাসান রেজা ও অলিম্পিয়াডের আঞ্চলিক পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ নুরুল কবির।

গভীর মনোযোগে পরীক্ষা দিচ্ছে একজন।
ছবি: সৌরভ দাশ

আয়োজকেরা জানান, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার প্রায় সাড়ে ৮০০ শিক্ষার্থী অলিম্পিয়াডে অংশ নিচ্ছে। আজ সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত আঞ্চলিক পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত চলবে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, প্রশ্নোত্তর পর্ব, রুবিকস কিউব প্রতিযোগিতা। এরপর থাকবে আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণী।

চট্টগ্রাম কলেজের একাদশের শিক্ষার্থী নোভা কর্মকার প্রথমবার পরীক্ষায় অংশ নিয়েছে। সে বলে, পরীক্ষা ভালো হয়েছে। সে অনেক খুশি।

অভিভাবক কামাল উদ্দিন তাঁর মেয়েকে নিয়ে এসেছেন সকাল আটটায়। চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় তাঁর বাড়ি। তিনি বলেন, এ ধরনের উৎসব থেকে অনেক কিছু শেখার আছে। মূলত এ কারণেই তাঁর স্কুলপড়ুয়া মেয়েকে নিয়ে এসেছেন।