জেলা জজসহ ২৩০ জন বিচারককে বদলি

৪১ জন জেলা জজসহ জুডিশিয়াল সার্ভিসের ২৩০ জন বিচারককে বদলি করা হয়েছে। বদলি করা বিচারকদের মধ্যে জেলা জজ ছাড়াও ৫৩ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ৪০ জন যুগ্ম জেলা ও দায়রা জজ এবং সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পর্যায়ের ৯৬ জন জুডিশিয়াল সার্ভিসের সদস্য রয়েছেন।

আজ সোমবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই বদলির সিদ্ধান্ত জানানো হয়।

বদলি জেলা ও দায়রা জজ সমপর্যায়ের সদস্যগণ.pdf
বদলি অতিরিক্ত জেলা ও দায়রা জজ সমপর্যায়ের সদস্যগণ.pdf
বদলি যুগ্ম জেলা ও দায়রা জজ সমপর্যায়ের সদস্যগণ.pdf
বদলি সিনিয়র সহকারী জজসহকারী জজ সমপর্যায়ের সদস্যগণ.pdf