টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ে স্থান পাওয়ায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাফল্য উদ্যাপন
টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৩-এ স্থান পাওয়ার অর্জনকে উদ্যাপন করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানা আয়োজনে এ অর্জনকে উদ্যাপন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। দিনব্যাপী উদ্যাপনের মধ্যে ছিল র্যালি, মানব পতাকা গঠন, বেলুন উন্মোচন, আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক এম ইসমাইল হোসেন।
অধ্যাপক আতিকুল ইসলাম বলেন, ‘গবেষক, অনুষদ সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও আমাদের মেধাবী ছাত্রদের পরিশ্রমের ফলে এ অর্জন সম্ভব হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা যদি আমাদের বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ছাত্র ভর্তি করাতে পারতাম, তবে আমরা বিশ্বব্যাপী র্যাঙ্কিংয়ে আরও উচ্চতর স্থান পেতে পারতাম। গবেষকেরা আমাদের জন্য বৈদেশিক আয় নিয়ে আসেন। একটি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির মর্যাদা নির্ভর করে সেই বিশ্ববিদ্যালয়ের গুণগত গবেষণার সংখ্যার ওপর।’
সহ–উপাচার্য অধ্যাপক এম ইসমাইল হোসেন বলেন, এই অর্জন থেকে অনুপ্রেরণা নিয়ে বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার ক্ষেত্র এক নতুন উচ্চতায় নিয়ে যেতে হবে। এ সময় তিনি আরও বলেন, এটি উদ্যাপনের জন্য একটি দুর্দান্ত উপলক্ষ। এই সম্মান অর্জনে অবদানের জন্য এর সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানান। এই মাইলফলক অর্জনের জন্য তিনি বাংলাদেশের অন্য চারটি বিশ্ববিদ্যালয়কেও ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের প্রধান ও পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা।
সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৩’-এ বাংলাদেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের নাম এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আছে এবারের তালিকায়।