পুলিশের খোয়া যাওয়া ১০৯৭ আগ্নেয়াস্ত্র উদ্ধার

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি ও পুলিশ লাইনস থেকে লুট হওয়া ১ হাজার ৯৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের পাঠানো হোয়াটসঅ্যাপ বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ওই বার্তায় বলা হয়, পুলিশের কাছ থেকে লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে আজ মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন ধরনের ১ হাজার ৯৭ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ২০ হাজার ৭৭৮ রাউন্ড গুলি, ১ হাজার ৪৮২টি কাঁদানে গ্যাসের শেল এবং ৭১টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়।

শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির দিন ৫ আগস্ট দেশের বিভিন্ন স্থানে থানা, ফাঁড়ি ও পুলিশের বিভিন্ন ইউনিটে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনা ঘটে।

এর আগে ১২ আগস্ট তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন (এখন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে) সাত দিনের মধ্যে থানায় অস্ত্র জমা দিতে বলেছিলেন। পরদিন ১৩ আগস্ট তিনি বলেছিলেন, ‘অস্ত্র ফেরত দিতে বলেছি। যদি জমা না দিয়ে ধরা পড়েন, তাহলে দুই রকমের শাস্তি পাবেন। নিষিদ্ধ অস্ত্র ছিনতাই এবং নিষিদ্ধ অস্ত্র পাওয়ার অভিযোগে অভিযুক্ত হবেন। সুতরাং নিজেরা ভয়ে আসতে না পারলে অন্য কাউকে দিয়ে জমা দেন।’

আরও পড়ুন