গণ-অভ্যুত্থানে ১০৫ শিশু নিহত: শিশুবিষয়ক উপদেষ্টা
ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ১০৫ শিশু (বয়স ১৮ বছরের নিচে) নিহত হয়েছে। তাদের পরিবারকে ৫০ হাজার করে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা দেওয়া হবে।
আজ রোববার সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। অন্তর্বর্তী সরকারের দুই মাস পূর্তিতে নিজের অধীন দুই মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরতে এই সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি জানানো হয়েছে।
শারমীন এস মুরশিদ জানান, বৈষম্যবিরোধী আন্দোলন ও গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থী-জনতাকে মোট ৮২ লাখ ৭৪ হাজার ৭৯৮ টাকা সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া আহত শিক্ষার্থী-জনতার মধ্যে বিনা মূল্যে হুইলচেয়ার ও হিয়ারিং এইড (শ্রবণযন্ত্র) দেওয়া হবে।
মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা বলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১২টি মানসম্মত ‘ডে কেয়ার সেন্টার’ (দিবাযত্ন কেন্দ্র) করা হয়েছে কর্মজীবী মায়েদের জন্য। সরকারি প্রতিষ্ঠানেও একটি করে ডে কেয়ার কর্নার থাকবে।
সংবাদ ব্রিফিংয়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক বক্তব্য দেন।