চট্টগ্রামে জামায়াতের রুকনসহ গ্রেপ্তার ২৩ জন কারাগারে
চট্টগ্রামে নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর ২৩ নেতা–কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান শুনানি শেষে এ আদেশ দেন।
কারাগারে যাওয়া আসামিদের মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামীর রুকন নুরুল আফছার ও ওমর ফারুক, কর্মী মো. ইসহাক, মো. হাসান, আবদুর রশিদ, শাহাদাত হোসেন, মো. ইউনুসসহ ২৩ জন।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান প্রথম আলোকে বলেন, নগরের কোতোয়ালি থানার মামলায় গ্রেপ্তার ২৩ জনকে আদালতে হাজির করা হয়। তাঁদের জামিনের আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন।
গতকাল শনিবার রাত ১১টার দিকে নগরের জামাল খান এলাকায় একটি একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করে পুলিশ। যাচাই-বাছাই করে তাঁদের মধ্যে ২৩ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে কোতোয়ালি থানা-পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির প্রথম আলোকে বলেন, টি–টোয়েন্টি প্লাস নামক সংগঠনের ব্যানারে নাশকতার পরিকল্পনা করতে জমায়েত হন আসামিরা। নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে কর্মক্ষমতা ব্যাহত করার পরিকল্পনা রয়েছে আসামিদের।