সড়ক ও মহাসড়ক থেকে অবৈধ হাটবাজারসহ স্থাপনা সরাতে নির্দেশ

হাইকোর্ট ভবনফাইল ছবি

নিরাপদ চলাচল নিশ্চিত করতে সড়ক ও মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ হাটবাজার, স্থাপনা ও পার্কিং অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার রুলসহ এ আদেশ দেন। সংশ্লিষ্ট বিবাদীদের নির্দেশ বাস্তবায়ন করে তিন মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত ২০১২ সালে শুরু হওয়া বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ শেষ না হওয়ায় নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে গত সপ্তাহে সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম বদরুল ইসলাম রিটটি করেন। পরবর্তী সময়ে বিভিন্ন সড়ক ও মহাসড়কে এবং এর পাশে থাকা অবৈধ স্থাপনা, পার্কিং, হাটবাজার ও ডাম্পিং স্টেশন অপসারণে নির্দেশনা চেয়ে সম্পূরক আবেদন করে রিট আবেদনকারী পক্ষ।

আদালতে রিটের পক্ষে আইনজীবী এস এম বদরুল ইসলাম ও এম সরোয়ার হোসেন শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

আদেশের বিষয়টি জানিয়ে পরে আইনজীবী এম সরোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, গাজীপুরের চারটি পয়েন্টে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিআরটি প্রকল্পের সরঞ্জাম, আবর্জনা ও অননুমোদিত যানবাহন অপসারণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। বিআরটির প্রকল্প পরিচালকের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। গাজীপুর-ময়মনসিংহ মহাসড়ক থেকে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ হাটবাজার ও স্থাপনা সরাতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দেওয়া হয়েছে।