বিবৃতিতে বলা হয়, উদীচীর বড়দিয়া শাখা সংসদের উদ্যোগে গতকাল শনিবার দু্ই দিনব্যাপী ‘উদীচী উৎসব’ শুরু হয়। উৎসবের প্রথম দিন সেখানে ছিলেন অমিত রঞ্জন। সন্ধ্যার অনুষ্ঠান চলাকালে দুটি ও অনুষ্ঠান শেষে একটি ‘বোমাসদৃশ বস্তু’ ছোড়া হয়। সেগুলো বিস্ফোরিত হয়ে আগুন ধরেছে। তবে এতে কেউ হতাহত হননি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উদীচীর অনুষ্ঠান শুরু হওয়ার পর সন্ধ্যা থেকে রাতের মধ্যে তিন দফায় সেখানে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। সর্বশেষ রাত দেড়টার দিকে খালি মঞ্চে পেট্রলবোমা মারা হয়। এ ঘটনার পর আজ রোববার দ্বিতীয় দিনের কর্মসূচি বিঘ্নিত হয়েছে।

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এসব হামলার চেষ্টা চালানো হয়েছে বলে মনে করে উদীচী। সংগঠনটির দাবি, যারা দেশের মাটিতে প্রগতিশীল মুক্তচিন্তার চর্চা বন্ধ করতে চায়, তারা এসব হামলার সঙ্গে জড়িত থাকতে পারে।

এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া জরুরি বলে উল্লেখ করেন উদীচীর সভাপতি অধ্যাপক বদিউর রহমান ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।