এফআরসির চেয়ারম্যান হামিদুল্লাহ ভূঁইয়া মারা গেছেন
ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান হামিদুল্লাহ ভূঁইয়া মারা গেছেন। সোমবার সন্ধ্যায় রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়ায় মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। প্রথম জানাজা শেষে বেলা তিনটার দিকে শ্রদ্ধা নিবেদনের জন্য মরহুমের কফিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগে আনা হবে। বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মরহুমের দ্বিতীয় জানাজা হবে। পরে আজিমপুর কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।
হামিদুল্লাহ ভূঁইয়ার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যালামনাই গভীর শোক প্রকাশ করেছে।