ইয়ামাহা এফজেডএক্সের সরবরাহ শুরু করল এসিআই মটরস
২০২২ সালে এসিআই মটরস ইয়ামাহা এফজেডএক্স মোটরসাইকেলটি বাজারে আনে। ২০২৩ সালের নভেম্বরে মূল্য পরিবর্তন করে মোটরসাইকেলটির আরও একটি নতুন কালার বাজারে আনার ঘোষণা দেয় এসিআই মোটরস।
মোটরসাইকেলটির প্রতি গ্রাহকদের চাহিদা ও ভালোবাসার কথা মাথায় রেখে রাজধানীর বিজি প্রেস মাঠে জমকালো আয়োজনে শতাধিক ক্রেতার হাতে তুলে দেওয়া হয় মোটরবাইকটি। এ ছাড়া সারা দেশে ইয়ামাহার সব শোরুমে এফজেডএক্সের সরবরাহ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই মটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস এবং এসিআই মোটরসের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি