পা জোড়া খাটে, সিলিং থেকে ঝুলছিল স্কুলছাত্রী

ঝুলন্ত লাশ উদ্ধার
প্রতীকী ছবি

চট্টগ্রামের রাউজানে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সিলিং ফ্যান থেকে ওড়নার সঙ্গে ঝুলন্ত ওই স্কুলছাত্রীর পা জোড়া বিছানার ওপর ছিল। এ কারণে ওই ছাত্রী হত্যার শিকার হয়েছে না আত্মহত্যা করেছে, তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জিয়াবাজার এলাকার একটি বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত স্কুলছাত্রীর নাম নাদিয়া সুলতানা। সে জিয়াবাজার এলাকার প্রবাসী আবু বক্করের মেয়ে। স্থানীয় পূর্ব শিকারপুর এ কে সিদ্দিকী বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ত সে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ওই স্কুলছাত্রী এক আত্মীয়ের সঙ্গে বেড়াতে যাওয়ার কথা বলে সকালে ঘর থেকে বের হয়। সে বাইরে যাওয়ার পর তার মা কামরুন্নেছা ছেলেকে নিয়ে হাটহাজারী এলাকায় নাদিয়ার নানার বাড়িতে বেড়াতে যান। সন্ধ্যায় কামরুন্নেছা বাড়িতে ফিরে দেখেন ঘরের সিলিং ফ্যানের সঙ্গে নাদিয়ার লাশ ঝুলছে, তবে হাঁটু থেকে নিচের অংশ খাটের সঙ্গে লেপটে রয়েছে।

নাদিয়ার মা কামরুন্নেছা প্রথম আলোকে বলেন, ‘মেয়ে বেড়াতে যাওয়ার কথা বলে বের হয়েছিল। তাই আমিও বাবার বাড়ি যাই। এসে দেখি মেয়ের এই অবস্থা। কী ঘটেছে জানি না। মেয়ের মৃত্যুর যথাযথ তদন্ত চাই আমি।’

স্থানীয় নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) টুটন মজুমদার প্রথম আলোকে বলেন, ঘরটির বিছানা থেকে সিলিং ফ্যানের ফারাক মাত্র ৪ ফুটের মতো। এ অবস্থায় এটি আত্মহত্যা নাকি খুন, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।