‘কনকা প্রেডিকশন কুইজ’ বিজয়ীরা পেলেন পুরস্কার

রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর প্রধান কার্যালয়ে ‘কনকা প্রেডিকশন কুইজ’ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়ছবি: প্রথম আলো

কে জিতবে, কে হবে ম্যান অব দ্য ম্যাচ, কোন দল হবে চ্যাম্পিয়ন—এমন সব প্রশ্নে অনেকের ‘ভবিষ্যদ্বাণীই’ মিলে যায়। আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ উপলক্ষে মাসব্যাপী নানা আয়োজন করেছিল প্রথম আলো ডটকম। তার মধ্যে উল্লেখযোগ্য ‘কনকা প্রেডিকশন কুইজ’।

ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন ৪৫ দিনে ছিল ৪৫টি কুইজ, যা প্রকাশিত হয় প্রথম আলো ডটকমে। নির্ধারিত সময়ের মধ্যে কুইজের উত্তর দিয়েছিলেন অংশগ্রহণকারীরা। সঠিক উত্তর মিলে যাওয়া ব্যক্তিদের মধ্য থেকে লটারির মাধ্যমে প্রতিদিন একজন করে মোট ৪৫ জন বিজয়ী নির্বাচিত হন। তিনজন হন মেগা বিজয়ী।

আজ রোববার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর প্রধান কার্যালয়ে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। প্রতিদিনের বিজয়ীরা প্রত্যেকে পুরস্কার হিসেবে পান একটি করে ইলেকট্রিক কেটলি। মেগা বিজয়ী তিনজন পান যথাক্রমে একটি ৪০ ইঞ্চি, ৩২ ইঞ্চি ও ২৪ ইঞ্চি এলইডি টিভি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন কথাসাহিত্যিক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, ইলেকট্রোমার্ট লিমিটেডের (কনকা/গ্রি/হাইকো) উপব্যবস্থাপনা পরিচালক নুরুল আফসার, বিক্রয় ও বিপণন বিভাগের মহাব্যবস্থাপক মাহমুদুন্নবী চৌধুরী এবং ন্যাশনাল সেলস ম্যানেজার মো. জুলহক হোসাইন।

এ ছাড়া ছিলেন প্রথম আলোর ডিজিটাল বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক রুহুল আমিন রনি, সহকারী ব্যবস্থাপক বিবর্ধন রায়, জ্যেষ্ঠ নির্বাহী মোহাম্মদ রুম্মান হোসেন, ডিজিটাল মার্কেটিং লিড মেহবুব জাবেদ, জ্যেষ্ঠ নির্বাহী আলমগীর কবীর প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলোর ডিজিটাল কনটেন্ট ম্যানেজার খায়রুল বাবুই।

অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে আনিসুল হক বলেন, ‘এখানে উপস্থিত বিজয়ীদের দুটি গুণ। এক, তাঁরা ভালো প্রেডিক্ট করতে পারেন। দুই, প্রায় চার লাখ প্রতিযোগীর মধ্যে এঁরা ভাগ্যবান ৪৮ জন হয়েছেন। অন্যদিকে কনকা আমার অন্যতম প্রিয় ব্র্যান্ড। এটি যেমন আধুনিক, তেমনি টেকসই এবং সব শ্রেণির ক্রেতাদের বিবেচনায় সুলভ মূল্যে পাওয়া যায়। কনকাকে ধন্যবাদ, এমন একটি আয়োজনে প্রথম আলোর সঙ্গে থাকার জন্য।’  

ইলেকট্রোমার্টের উপব্যবস্থাপনা পরিচালক নুরুল আফসার বলেন, ‘বিজয়ীদের অভিনন্দন। এ আয়োজনে লাখ লাখ পাঠক–দর্শকের অংশগ্রহণই প্রমাণ করে, পাঠকরা প্রথম আলোর পাশাপাশি কনকার সঙ্গেও রয়েছেন। ভবিষ্যতেও বিভিন্ন আয়োজন নিয়ে কনকা আপনাদের পাশে থাকবে। আপনারাও কনকার পাশে থাকবেন—এ প্রত্যাশা করি।’

মাহমুদুন্নবী চৌধুরী বিজয়ীদের উদ্দেশে বলেন, ‘কুইজ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি কনকাকে সামনের দিকে এগিয়ে নিতে সাহস জোগাবে। প্রথম আলোকে ধন্যবাদ এমন সফল উদ্যোগে কনকাকে পাশে রাখার জন্য।’

মো. জুলহক হোসাইন বলেন, ‘প্রথম আলোর মতো কনকাও ভালোর সাথে থাকতে চায়। তাই এ রকম ভালো আয়োজন নিয়ে আমরা ভবিষ্যতেও পাঠক ও ক্রেতাদের সঙ্গে থাকতে চাই।’

কুইজের মেগা বিজয়ী তিনজন হলেন রাজশাহীর মো. শরিফুল ইসলাম, ঢাকার মো. নিয়ামুল হক ও ময়মনসিংহের সোমা রানী দে।

এ ছাড়া বিজয়ী অন্য ৪৫ জন হলেন মুয়াজ আবদুল্লাহ, রাকিন, আবদুল্লাহ আল কোরাইশী তানিম, মো. জান্নাতুল ইসলাম, খাদিজা, মিশু, মাহফুজা গওহর আনিকা, ববি গমেজ, ইমু আক্তার মিম, মীর ফারহান ইসলাম, বিশ্বজিৎ মণ্ডল, অনিম, সবুজ, সায়েম মাহমুদ, মালিহা, এম সবুজ মাহমুদ, সাদি রহমান, খাদিজা ফরিদ, বিকাশ চাকমা, নাজমুন নাহার পলি, নিশাথ লুবনা, মো. তুহিন রাজ, ইসরাত জাহান লিজা, মো. জাহাঙ্গীর আলম, হোমায়রা আক্তার, রোকনুজ্জামান, দিপক চন্দ্র দে, ফাতেমা–তুজ–যোহরা, জেসমিন আক্তার, হাবিবুর রহমান, আফরোজ তাসলিমা, সাদিয়া হাসি, সৈয়দা আফিফা, মো. সাইফুল ইসলাম, আবুল হাসান, উম্মে হাবিবা সুমাইয়া, মো. কামরুল হক চৌধুরী, মো. আসিফ উর রহমান, শাহীন আলম, মো. ইলিয়াস, রাকিব, সংগীতা ঘোষ, মো. সাইফুল ইসলাম, শেখ নজরুল ইসলাম ও মেহেদী হাসান।

পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত হন বিজয়ীরা। প্রতিক্রিয়ায় মেগা পুরস্কারজয়ী মো. শরিফুল ইসলাম বলেন, ‘এ খুশি ভাষায় প্রকাশ করার মতো না। বিশ্বকাপ ক্রিকেট চলাকালে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ ছিল প্রথম আলো ডটকমে কনকা প্রেডিকশন কুইজে অংশগ্রহণ করা। প্রতিদিনের বিজয়ীর নাম দেখতাম, তখন মনে হতো আমার নামটা যদি আসত। অবশেষে আমার নামটা এসেছে, এ জন্য আমি আনন্দিত।’

উল্লেখ্য, বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ চলাকালে প্রথম আলো ডটকমে ৪৫ দিন প্রকাশিত কনকা প্রেডিকশন কুইজে সারা দেশের প্রায় ৩ লাখ ৮১ হাজার প্রতিযোগী অংশ নেন।