রাজনৈতিক ক্ষমতায়নে পিছিয়ে নারী

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত আলোচনা সভায় বক্তারা
ছবি: সংগৃহীত

অনেক ক্ষেত্রে অগ্রগতি হলেও রাজনৈতিক ক্ষমতায়নে এখনো পিছিয়ে রয়েছেন দেশের নারীরা। যে পদ্ধতিতে (সংরক্ষিত আসন) জাতীয় সংসদ ও স্থানীয় সরকারে নারীদের স্থান দেওয়া হয়, তা সঠিক নয়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত সভায় এসব কথা বলেন বক্তারা।

আজ মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ মিলনায়তনে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত ওই সভার শেষে দুই নারীকে সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন এবং প্রতিবন্ধীদের অধিকার আদায়ে কর্মরত সাবরিনা সুলতানা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি এবং দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ও গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট বদিউল আলম মজুমদার। তিনি বলেন, চলমান পদ্ধতি বদলালে সত্যিকার অর্থে নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন হবে। রাষ্ট্রীয় নীতি প্রণয়নে ভূমিকা রাখতে পারলে পরিপূর্ণ অগ্রগতি হবে নারীদের।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সম্পাদক নাছিমা আক্তার জলি। এ ছাড়াও অপরাজেয় বাংলাদেশের নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু, বাংলাদেশ উইমেন্স হেলথ কোয়ালিশনের নির্বাহী পরিচালক শরীফ মোস্তফা হেলালসহ আয়োজক সংস্থার নেতারা উপস্থিত ছিলেন।

সম্মাননা পাওয়া তাসমিমা হোসেন বলেন, নারীদের নিজের অধিকার নিজেদেরই আদায় করে নিতে হবে। সাবরিনা সুলতানা বলেন, সমাজে প্রতিবন্ধী নারীরা আরও বেশি বঞ্চনা, নির্যাতন ও নিপীড়নের শিকার।