টোয়াবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

টোয়াবের নবনির্বাচিত কমিটির সদস্যরা দায়িত্ব গ্রহণ করেছেনছবি: বিজ্ঞপ্তি

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)–এর ২০২৪-২৬ মেয়াদের জন্য নবনির্বাচিত পদাধিকারীরা আনুষ্ঠানিকভাবে অ্যাসোসিয়েশন পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন। গত শনিবার রাজধানীতে অনুষ্ঠিত শপথ গ্রহণ ও হস্তান্তর-অধিগ্রহণ অনুষ্ঠানে সভাপতি মো. রাফেউজ্জামানের নেতৃত্বে (টোয়াব) পরিচালনা পর্ষদ আনুষ্ঠানিকভাবে তৎকালীন সাবেক সভাপতি শিবলুল আজম কোরেশীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। বিচারপতি মো. আবু তারিক সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন এবং শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন। বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি মীর রেজাউল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

টোয়াবের প্রথম সহসভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি মো. আনোয়ার হোসেন, পরিচালক (অর্থ) মো. নুরুজ্জামান সুমন, পরিচালক (হিসাব) মো. সাইফুল ইসলাম, পরিচালক (আন্তর্জাতিকবিষয়ক) মো. মনসুর আলম পারভেজ, পরিচালক (মিডিয়া ও পাবলিক) মো. ইউনুস, পরিচালক (বাণিজ্য ও মেলা) মো. তসলিম আমিন, পরিচালক (আইনবিষয়ক) আবুল ফয়সাল মো. সাঈম, পরিচালক (মুদ্রণ ও প্রকাশনা) এস এম বিল্লাল হোসেন সুমন, পরিচালক (প্রশিক্ষণ ও গবেষণা) মোহাম্মদ মনিরুজ্জামান, পরিচালক (প্রশিক্ষণ ও গবেষণা) জহির আহমেদ হেলাল, পরিচালক (সংস্কৃতি ও ক্রীড়া) মো. ইব্রাহিম খলিল নোমান, পরিচালক (সদস্য ও মানবকল্যাণ) মোহাম্মদ হোসেন ফাহিম, পরিচালক (সম্পত্তি ও সম্পদ) জিয়াউর রহমান জাকির এবং অন্য পরিচালক মো. শাহেদ উল্লাহ, দিদারুল আবছার, জহিরুল কবির চৌধুরী (শিরু), সাব্বির আহমেদ ও মো. নাসির উদ্দিন, টোয়াবের সদস্য, টোয়াবের কর্মকর্তা–কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে ১ জুন (টোয়াব) দ্বিবার্ষিক নির্বাচন আগারগাঁওয়ের পর্যটন ভবনে অনুষ্ঠিত হয়। পরদিন টোয়াব অফিস কার্যালয়ে কর্মকর্তা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন ৬ জুন চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। নির্বাচন বোর্ডের অপর সদস্যরা হলেন মো. নাজমুল আলম ভূঁইয়া জুয়েল ও আসলাম খান এবং টোয়াব সচিব মো. নিজাম উদ্দিন ভূঁইয়া। এরই ধারাবাহিকতায় শনিবার নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করে।

তথ্যসূত্র: প্রেস বিজ্ঞপ্তি