সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৭ অক্টোবর, শনিবার। গতকাল শুক্রবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

তিন কারণে এ সময়ে এত বেশি বৃষ্টি

রাজশাহী নগরের টিকাপাড়া এলাকায় রাস্তায় জমে থাকা বৃষ্টির পানিতে স্থানীয় লোকজন জাল ফেলে মাছ ধরছেন। গতকাল বৃহস্পতিবার রাজশাহীতে রেকর্ড বৃষ্টি হয়েছে। ছবিটি গতকাল দুপুরে তোলা
ছবি: প্রথম আলো

ভারী বৃষ্টি রাজশাহী ভাসিয়ে এবার ময়মনসিংহের দিকে গেছে। দেশের হাওরপ্রধান এ বিভাগের বেশির ভাগ জেলায় গত ২৪ ঘণ্টায় মোট বৃষ্টি ৩৫০ মিলিমিটার ছাড়িয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত এই বিভাগে মোট বৃষ্টি হয়েছে ৩৭৮ মিলিমিটার। আবহাওয়া অধিদপ্তর বলছে, স্বাধীনতার পর ময়মনসিংহে এটি দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি।
বিস্তারিত পড়ুন...

জন্মনিবন্ধন করতে গিয়ে ক্ষুব্ধ মানুষ

জন্মনিবন্ধন
প্রতীকী ছবি

ফাতেমা আক্তার অষ্টম শ্রেণির ছাত্রী। চলতি বছর থেকে জেএসসি পরীক্ষা ব্যবস্থা তুলে দিয়েছে সরকার। তবে বার্ষিক পরীক্ষার ফল বোর্ডে পাঠানোর প্রয়োজনে স্কুল থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের নিবন্ধন করা হচ্ছে। ফাতেমা এই নিবন্ধন ফরম পূরণ করতে পারছে না জন্মনিবন্ধনে তার ও মায়ের নামের বানান ভুল থাকায়। বাবা মারা গেছেন। তিন মাস ধরে সংশোধনীর জন্য একা ছোটাছুটি করছেন মা মেহেরুন নেছা।
বিস্তারিত পড়ুন...

সুয়েলা ব্রেভারম্যানের এক অশ্লীল মন্তব্য, অপমান সব অভিবাসীর

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান
ছবি : এএফপি

এই সরকারের যে মান, সে অনুযায়ী গত সপ্তাহটা ছিল নিরুত্তাপ। আর চলতি সপ্তাহে টোরিদের সম্মেলনে চমকপ্রদ কোনো কিছু ঘটবে—এমন আশা নেই। এখন কনজারভেটিভদের নীতি-পরামর্শ ও বক্তৃতা—সবই আগামী নির্বাচনে জয়ের মরিয়া চেষ্টার প্রতিফলন।
বিস্তারিত পড়ুন...

শান্তিতে নোবেল পেলেন ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি
ফাইল ছবি: রয়টার্স

ইরানের কারাবন্দী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। শুক্রবার নরওয়ের অসলোতে এক সংবাদ সম্মেলনে নোবেল কমিটি এই পুরস্কার ঘোষণা করেছে। নোবেল কমিটি বলেছে, ইরানে নারীদের নিপীড়নের বিরুদ্ধে লড়াই, মানবাধিকার সমুন্নত রাখা ও সবার অধিকার নিশ্চিত করতে ভূমিকা রাখায় নার্গিস শান্তিতে নোবেল পেয়েছেন।
বিস্তারিত পড়ুন...

ক্যামেরার সামনে বলতে হবে জান–কলিজা, বাসায় গিয়েই তোলপাড়...

এস আই টুটুল ও তানিয়া আহমেদ
ছবি সংগৃহীত

কেন গায়ক এস আই টুটুলের সঙ্গে বিচ্ছেদ হয়েছে, সম্প্রতি সেই প্রসঙ্গ সামনে এনেছেন অভিনেত্রী তানিয়া আহমেদ। তিনি ভিডিও বার্তায় জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে দুই তারকার বোঝাপড়া না হওয়া থেকেই এই বিচ্ছেদ। সেই ভিডিওতে নিজের ব্যক্তিগত জীবনের নানা ঘটনা ভক্তদের সঙ্গে ভাগাভাগির পাশাপাশি মিডিয়ার তারকা দম্পতিদের নিয়েও মন্তব্য করেন। তিনি জানান, মিডিয়ার অনেকের ব্যক্তিগত জীবন সম্পর্কেই জানেন। যাঁরা বাইরে এক রকম ও ভেতরে–ভেতরে অন্য রকম। তবে কোন তারকা ও তারকা দম্পতির কথা বলেছেন, সেটা অবশ্য তিনি উল্লেখ করেননি।
বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন