ঢাকা-১৭ আসন: প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ, হিরো আলম পেলেন ‘একতারা’

আশরাফুল হোসেন ওরফে হিরো আলম
ফাইল ছবি

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ করেছে নির্বাচন কমিশন (ইসি)। দলীয় ছয় প্রার্থী নিজ নিজ দলের নির্ধারিত প্রতীক পেয়েছেন। আর স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম পেয়েছেন ‘একতারা’ প্রতীক।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত (মোহাম্মদ এ আরাফাত) পেয়েছেন ‘নৌকা’ প্রতীক।

জাতীয় পার্টি (জাপা) প্রার্থী সিকদার আনিসুর রহমান পেয়েছেন ‘লাঙ্গল’ প্রতীক।

বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. রেজাউল ইসলাম স্বপন পেয়েছেন ‘ডাব’ প্রতীক।

জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান পেয়েছেন ‘গোলাপ ফুল’ প্রতীক।

তৃণমূল বিএনপির প্রার্থী শেখ হাবিবুর রহমান পেয়েছেন ‘সোনালী আঁশ’ প্রতীক।

বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী মো. আকতার হোসেন পেয়েছেন ‘ছড়ি’ প্রতীক।

স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম পেয়েছেন ‘একতারা’ প্রতীক।

আলোচিত এই ইউটিউবার পরে বলেন, তিনি একতারা প্রতীক চেয়েছিলেন। চাওয়ামতো একতারা প্রতীকই বরাদ্দ পেয়েছেন। এখন তাঁর কোনো অভিযোগ নেই। এখন তিনি সুষ্ঠু নির্বাচনের আশা করছেন।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। পরে নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পান হিরো আলম।

গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসেন হিরো আলম। তখন তিনি একতারা প্রতীক পেয়েছিলেন।

বগুড়া-৪ আসনে ৮৩৪ ভোট কম পেয়ে হিরো আলম আওয়ামী লীগ-সমর্থিত জাসদের প্রার্থী এ কে এম রেজাউল করিমের কাছে হেরে যান। বগুড়া-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী রাগেবুল আহসানের কাছে জামানত হারান তিনি।

আগামী ১৭ জুলাই ঢাকা-১৭ আসনে উপনির্বাচন হবে। এই ভোট হবে কাগজের ব্যালটে।

গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা যাওয়ার পর আসনটি শূন্য ঘোষণা করা হয়। রাজধানীর গুলশান, বনানী, ভাষানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে এই আসন গঠিত।