ভিডব্লিউবি কর্মসূচিতে আবেদনের জন্য অফলাইন অ্যাপ উদ্বোধন
ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচিতে তালিকাভুক্ত হতে আবেদনের জন্য অফলাইন অ্যাপ আজ সোমবার থেকে চালু হয়েছে। মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা আজ বাংলাদেশ সচিবালয়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে ভিডব্লিউবি এমআইএস ওয়েব পোর্টাল এবং ভিডব্লিউবি অ্যাপ উদ্বোধন করেন।
অফলাইন অ্যাপের মাধ্যমে পাহাড়ি, হাওরসহ দুর্গম এলাকায় মুঠোফোনের নেটওয়ার্ক, বিদ্যুৎ ও ইন্টারনেট বিচ্ছিন্ন অবস্থায় থাকার সময়েও তালিকাভুক্ত হতে আবেদন করা যাবে। প্রথম অবস্থায় ৪৩টি উপজেলায় পাইলট আকারে অফলাইন অ্যাপটি চালু হয়েছে।
এ কর্মসূচি চলবে ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ডিসেম্বর মাস পর্যন্ত। এ মেয়াদে নতুন চক্রে উপকারভোগী নির্বাচনে আজ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। চলবে ২১ নভেম্বর পর্যন্ত।
মহিলাবিষয়ক অধিদপ্তর পরিচালিত দুস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসূচির নতুন নামকরণ হয়েছে ভিডব্লিউবি। ওয়েবসাইট ও অ্যাপ ছাড়াও ইউনিয়ন ডিজিটাল সেন্টার, তথ্য আপা, স্থানীয় কম্পিউটার দোকান থেকে এবং ১০৯ ও ৩৩৩ হট লাইন নম্বরে কল করে আবেদন করা যাবে।
অফলাইন অ্যাপের মাধ্যমে পাহাড়ি, হাওরসহ দুর্গম এলাকায় মুঠোফোনের নেটওয়ার্ক, বিদ্যুৎ ও ইন্টারনেট বিচ্ছিন্ন অবস্থায় থাকার সময়েও তালিকাভুক্ত হতে আবেদন করা যাবে। প্রথম অবস্থায় ৪৩টি উপজেলায় পাইলট আকারে অফলাইন অ্যাপটি চালু হয়েছে।
এ কর্মসূচির কারিগরি, প্রশিক্ষণ ও প্রচার বিষয়ে সহায়তা দিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ভিডব্লিউবি কর্মসূচি দেশের গ্রামীণ দুস্থ নারীদের আর্থসামাজিক উন্নয়নে একটি বৃহত্তর সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এ কর্মসূচি নারীদের খাদ্যনিরাপত্তাহীনতা, পুষ্টিহীনতা ও অর্থনৈতিক নিরাপত্তাহীনতা দূর করে আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে একজন নারী অনলাইনে যুক্ত হয়ে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল, মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, অতিরিক্ত সচিব মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, ভিডব্লিউবি কর্মসূচির উপপরিচালক শারমিন শাহীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) ও ডব্লিউএফপির প্রতিনিধিরা।
নতুন চক্রে ভিডব্লিউবি কর্মসূচির উপকারভোগীরা মাসে ৩০ কেজি চাল সহায়তার পাশাপাশি প্রশিক্ষণ পাবেন। গত চক্রের মতো এবারও কর্মসূচিতে উপকারভোগী থাকবেন ১০ লাখ ৪০ হাজার নারী।