পশুর হাট বসানোয় নিষেধাজ্ঞার আবেদন খারিজের আদেশ কেন বাতিল নয়: হাইকোর্ট

হাইকোর্ট
ফাইল ছবি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের দক্ষিণখান মৌজায় আশিয়ান সিটি প্রকল্পের বরাদ্দ করা জায়গায় পশুর হাট বসানোয় অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদন খারিজ করে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের দেওয়া আদেশ কেন বাতিল হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। আশিয়ান সিটির প্রকল্পের ওই জায়গায় তিন মাসের জন্য স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আশিয়ান ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের পক্ষে পরিচালকের করা এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজের একক হাইকোর্ট বেঞ্চ সম্প্রতি রুলসহ এ আদেশ দেন। ঢাকা উত্তর সিটি করপোরেশন ও আশিয়ান ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের প্রতি ওই নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ২ মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (স্থানীয় সরকার বিভাগ) পক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তার সই করা এক ইজারা বিজ্ঞপ্তির মাধ্যমে দরপত্র আহ্বান করা হয়। বিজ্ঞপ্তিতে কাওলা শিয়ালডাঙ্গাসংলগ্ন খালি জায়গাসহ উত্তর সিটি করপোরেশনের কয়েকটি স্থানে অস্থায়ীভাবে কোরবানির পশু বিক্রির জন্য ইজারা আহ্বান করা হয়। ঈদুল আজহার দিনসহ পাঁচ দিন হাট বসার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এরপর দক্ষিণখান মৌজায় বরাদ্দ করা প্রকল্পের জায়গায় হাট বসানোয় অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে ঢাকার যুগ্ম জেলা জজ প্রথম আদালতে আশিয়ান ল্যান্ড ডেভেলপমেন্টের পক্ষে আবেদন করা হয়। ১২ জুন আদালত আবেদন না মঞ্জুর করেন। এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করে আশিয়ান। এর শুনানি নিয়ে ১৯ জুন হাইকোর্ট রুলসহ ওই আদেশ দেন। আদালতে আশিয়ানের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী রাগীব রউফ চৌধুরী ও মো. হোসনে মোবারক।

আশিয়ানের আইনজীবী হোসনে মোবারক আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘উত্তর সিটি করপোরেশন কাওলা শিয়ালডাঙ্গাসংলগ্ন খালি জায়গায় পশুর হাট বসানোর কথা বলেছে। হাটটি আশিয়ান সিটি প্রকল্পসংলগ্ন। পশুর এই হাট আশিয়ান সিটি প্রকল্পের বরাদ্দ করা জায়গায় বসানোর আশঙ্কা করছে আশিয়ান ল্যান্ড ডেভেলপমেন্ট কর্তৃপক্ষ। কারণ, গত বছর এমনটি হয়েছে। গত বছর পশুর হাটের কারণে প্রকল্পের বরাদ্দ করা জায়গার সীমানাপ্রাচীর ও মূল্যবান গাছ ক্ষতিগ্রস্ত হয়। হাটের কারণে সীমানাপ্রাচীর ভেঙে যাওয়ায় বিক্রির জন্য প্রস্তাবিত জমি ব্যবস্থাপনায়ও বিঘ্ন ঘটে। শুনানি নিয়ে হাইকোর্ট দক্ষিণখান মৌজায় অবস্থিত আশিয়ান সিটি প্রকল্পের বরাদ্দ করা জায়গার ওপর স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দিয়েছেন। ১৯টি শিডিউলে দক্ষিণখান মৌজায় এই জায়গার পরিমাণ ২৮ বিঘার মতো। স্থিতাবস্থার আদেশের ফলে উল্লেখিত জায়গায় পশুর হাট বসানো যাবে না।’