‘দ্য ব্যাড বিগিনিং’ অবলম্বনে আবুল বাসারের নতুন বই ‘খ্যাপাটে শয়তান’
মার্কিন লেখক লেমোনি স্নিকেটের ‘দ্য ব্যাড বিগিনিং’ উপন্যাস অবলম্বনে নতুন কিশোর থ্রিলার বই ‘খ্যাপাটে শয়তান’ প্রকাশিত হয়েছে প্র প্রকাশন থেকে।
বইটি অনুবাদ করেছেন আবুল বাসার। আবুল বাসার একসময় সম্পাদনা করেছেন জনপ্রিয় কিশোর ম্যাগাজিন কিশোর আলো। তিনি বর্তমানে জনপ্রিয় মাসিক বিজ্ঞান ম্যাগাজিন বিজ্ঞানচিন্তার নির্বাহী সম্পাদক। দীর্ঘদিন গণিত ও বিজ্ঞান বিষয়ে লেখালেখি করছেন। অনুবাদ করেছেন স্টিফেন হকিং, মিচিও কাকু, নীল ডিগ্যাস টাইসন ও অসিমভের বিজ্ঞানবিষয়ক জনপ্রিয় ও সেরা বইগুলো। মৌলিকও লিখেছেন বেশ কটি।
ভায়োলেট, ক্লাউস ও সানি। তিন ভাইবোন। বেড়ে ওঠা এক বিত্তশালী পরিবারে। বদলেয়ার পরিবার। সবার বড় ভায়োলেট। বয়স ১৪ বছর। নতুন কিছু উদ্ভাবন আর অদ্ভুত সব যন্ত্রপাতি বানাতে বেশ দক্ষ মেয়েটি। একমাত্র ভাই ক্লাউসের বয়স ১২। বেশ বুদ্ধিমান। বই পড়তে পছন্দ করে। সবার ছোট সানি। বয়স ২-এর কোঠায়। বেশ সুখে জীবন কাটছিল ওদের। বিচে খেলতে খেলতে হঠাৎ একটি দুর্ঘটনার কথা জানতে পারে ওরা। আগুনে পুড়ে মারা গেছে তাদের মা-বাবা। চরম দুর্ভাগ্য নেমে এল তাদের জীবনে। এ-হাত সে-হাত ঘুরে অবশেষে আশ্রয় জুটল সাক্ষাৎ এক খ্যাপাটে শয়তানের আস্তানায়। বাঁচার একমাত্র উপায় বুদ্ধির খেলা। শুরু হলো তিন ভাইবোনের রোমাঞ্চকর অভিযান।
১০৩ পৃষ্ঠার বইটি প্রকাশ করেছে প্র প্রকাশন। বইয়ের মুদ্রিত মূল্য ২৭০ টাকা। প্রচ্ছদ করেছেন আরাফাত করিম।
বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করা এ বইটির বাংলা অনুবাদ ‘খ্যাপাটে শয়তান’ বইটি পাওয়া যাচ্ছে দেশের সব সৃজনশীল ও মননশীল বইয়ের দোকানসহ বিভিন্ন অনলাইন শপে। ঘরে বসে বইটি পেতে ভিজিট করুন prothoma.com অথবা কল করুন ০১৭৩০০০০৬১৯-এ।