‘মাই লর্ড’ বলতে বারণ করলেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ

হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আদালত কক্ষের বাইরে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি টাঙিয়েছে
ছবি: সংগৃহীত

‘মাই লর্ড’ বা ‘ইয়োর লর্ডশিপস’ বলে আইনজীবীদের সম্বোধন করতে বারণ করেছেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। এই বেঞ্চের বিচারপতিদের ‘মাই লর্ড’ বা ‘ইয়োর লর্ডশিপস’–এর বদলে ‘ইয়োর অনার’ বলে সম্বোধন করতে আইনজীবীদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ থেকে আজ মঙ্গলবার এ–সংক্রান্ত ‘বিশেষ বিজ্ঞপ্তি’ দেওয়া হয়। আদালত কক্ষের বাইরে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি সাঁটানো দেখা গেছে।

সকালে আদালতের কার্যক্রম শুরু হলে দ্বৈত বেঞ্চের নেতৃত্বদানকারী বিচারপতি শেখ মো. জাকির হোসেন বলেন, ‘লর্ড তথা প্রভুরা অনেক আগেই চলে গেছে। “মাই লর্ড” না বলে “ইয়োর অনার” বলে সম্বোধন করবেন।’

তখন সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান (লিখন) বলেন, আদালতকে সম্মান করে লর্ড সম্বোধন করা হয়। তখন আদালত বলেন, ‘মাই লর্ড’ বা ‘ইয়োর লর্ডশিপ’ না বলে ‘ইয়োর অনার’ বলে সম্বোধন করলেও তাঁরা সম্মানিত বোধ করবেন। পরে আদালত কক্ষের বাইরে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখা যায়।

নির্দেশনা শুধু সংশ্লিষ্ট দ্বৈত বেঞ্চটির ক্ষেত্রেই বলে জানান সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ‘মাই লর্ড’ বা ‘ইয়োর লর্ডশিপস’ বলে সম্বোধন দীর্ঘদিনের রীতি। অবশ্য ১৯৮২ সালের ৪ অক্টোবর তৎকালীন প্রধান বিচারপতি ফজলে কাদেরী মোহাম্মদ আবদুল মুনিমের নির্দেশে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। তাতে হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিদের ‘মাই লর্ডের’ স্থলে ‘ইয়োর অনার’ বলে সম্বোধন করতে সুপ্রিম কোর্টের আইনজীবীদের বলা হয়।