১৩ সিনেপ্লেক্স বানাচ্ছে হাই-টেক পার্ক, রাজশাহীতে হচ্ছে এ বছর

দেশে ১৩ টি সিনেপ্লেক্স বানানোর ঘোষণা দেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ
ছবি: সংগৃহীত

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের (আইসিটি) সংস্থা বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ দেশে ১৩টি সিনেপ্লেক্স বানাচ্ছে।

গতকাল শনিবার রাতে রাজধানীর মহাখালীতে স্টার সিনেপ্লেক্সে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার প্রদর্শন শেষে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ এসব তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ থেকে ১৩টি সিনেমা হল বানানো হচ্ছে। এর মধ্যে রাজশাহীতে এ বছর একটি সিনেপ্লেক্স  উদ্বোধন করা হবে। বাকি ১২টি সিনেপ্লেক্স ২০২৫ সালের মধ্যে নির্মাণ করা হবে।

সাইবার দুনিয়াকে নিরাপদ ও নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আইসিটি বিভাগের উদ্যোগ হিসেবে ‘অন্তর্জাল (ইন্টারনেট)’ নামে একটি চলচ্চিত্র তৈরি হচ্ছে বলেও জানান তিনি।

জুনাইদ আহমেদ বলেন, বঙ্গবন্ধুর প্রগতিশীল অসাম্প্রদায়িক দেশ গড়ার যাত্রা শুরু হয়েছে, তবে পথ অনেক দূর বাকি। চলচ্চিত্র হচ্ছে সমাজ পরিবর্তনের শক্তিশালী একটি মাধ্যম। আর এই চলচ্চিত্রের মধ্য দিয়েই কিন্তু সমাজের নাগরিককে সচেতন করে সুস্থ বিনোদন দেওয়া সম্ভব।

‘অপারেশন সুন্দরবন’ সিনেমার প্রদর্শনীতে চলচ্চিত্রটির পরিচালক দীপংকর দীপন, অভিনয়শিল্পী সিয়াম আহমেদ, সুনেরা বিনতে কামাল, মনির খান শিমুল, জিয়াউল রোশানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।