গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বিমানের কর্মকর্তা আনোয়ার

বিভিন্ন গণমাধ্যমে মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ আনোয়ার হোসেনের বিরুদ্ধে ‘কিছু বানোয়াট ও ভিত্তিহীন’ সংবাদ প্রকাশিত হয়েছে দাবি করে প্রতিবাদ জানিয়েছেন তিনি। আজ বুধবার ই–মেইলে তিনি এই প্রতিবাদলিপি পাঠান।

প্রতিবাদলিপিতে আনোয়ার হোসেন বলেন, প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয় বিমান থেকে তিনি পালিয়ে যান, বিষয়টি আদৌ সঠিক নয়। তিনি গত ২৪ অক্টোবর বিমানের ফ্লাইটে কানাডা যান। বিদেশ ভ্রমণের অনুমোদিত বিশেষাধিকার ছুটি নিয়ে তিনি কানাডা যান। গত ৬ মাসে বিমানের কিছুসংখ্যক কর্মকর্তা ও কর্মচারী (এয়ারপোর্ট সার্ভিসেস) মানব পাচার, স্বর্ণ চোরাচালান, বিনা মাশুলে অতিরিক্ত ব্যাগেজ বিদেশ পাঠানো, অফিসে না এসে হাজিরা নেওয়া, ইউনিয়নের নামে কাজ না করা ইত্যাদি কাজে বাধা দেওয়ায় তাঁর ওপর ক্ষিপ্ত হয়। তাদের (অসাধু কর্মকর্তা-কর্মচারী) অপকর্ম ধামাচাপা দেওয়ার জন্য এ ধরনের সংবাদ করা হয়েছে।

প্রথম আলোর প্রতিবেদকের বক্তব্য: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে ঢাকার বিমানবন্দর থানায় করা সাধারণ ডায়েরিতে (জিডি) উল্লেখ করা তথ্যের ভিত্তিতে প্রথম আলোর সংবাদটি করা হয়।