রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ চাই: আইজিপি
পুলিশকে রাজনৈতিক ও কার্যনির্বাহী প্রভাবমুক্ত স্বাধীন সংস্থায় নেওয়ার আহ্বান জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। প্রথম আলো কার্যালয়ে ‘বাংলাদেশ পুলিশের সংস্কার: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, রাজনৈতিক সরকার দেশ চালালেও পুলিশের ওপর যেন কোনো প্রভাব বিস্তার না করে। তিনি আরও বলেন, ‘মামলা তদন্তে বা গ্রেপ্তারের ক্ষেত্রে যেন কোনো নির্দেশনা না আসে’।