ধান-নদী-খাল...
ধান-নদী-খাল—এই তিনে বরিশাল। বরিশাল জেলা অঞ্চলের পরিচিতিতে বাক্যটি ব্যবহার করা হয়। তবে শুধু বরিশাল জেলা নয়, এর আশপাশের জেলাগুলোর ক্ষেত্রেও বাক্যটি ব্যবহার করলে অত্যুক্তি হবে না। যেমন পিরোজপুর অঞ্চল। এই অঞ্চলের নানা দিকে ছড়িয়ে-ছিটিয়ে আছে নদী, খাল। দিনে-রাতে এসব নদী-খালে চলে জোয়ারভাটার অপূর্ব খেলা। আর ধানের মৌসুমে এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যকে অন্য মাত্রায় নিয়ে যায়। কবির ভাষায়, কেবলই দৃশ্যের জন্ম হয়। প্রতিদিন এখানে প্রকৃতি রূপ বদলায়। জোয়ার-ভাটার সঙ্গে তাল মিলিয়ে সকাল, দুপুর ও সন্ধ্যায় ভিন্ন ভিন্ন রূপ নিয়ে আসে। অগ্রহায়ণের প্রথম সপ্তাহের তেমন কিছু দৃশ্যে ধরা পড়েছে প্রথম আলোর হেড অব কালচার অ্যান্ড এন্টারটেইনমেন্ট মাসুম অপুর ক্যামেরায়।
১ / ১৩
২ / ১৩
৩ / ১৩
৪ / ১৩
৫ / ১৩
৬ / ১৩
৭ / ১৩
৮ / ১৩
৯ / ১৩
১০ / ১৩
১১ / ১৩
১২ / ১৩
১৩ / ১৩