পত্রিকাসহ বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপনে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ছবি ব্যবহার নিষিদ্ধ

ড. মুহাম্মদ ইউনূসছবি: রয়টার্স

পত্রিকাসহ বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপন বা অন্য কোনো প্রচারণায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছবি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

আজ শুক্রবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এ সরকারে সদস্যসংখ্যা ১৭। গতকাল রাত ৯টার পর বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও ১৩ জন উপদেষ্টাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নিয়োগ পাওয়া অন্য তিনজন সদস্য ঢাকার বাইরে থাকায় গতকাল শপথ নিতে পারেননি। শিগগিরই তাঁদের শপথ নেওয়ার কথা রয়েছে।