চার সিটি নির্বাচনে পরিস্থিতি অনুযায়ী কঠোর হবে ইসি: রাশিদা সুলতানা

নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা
ছবি: ইসির ওয়েবসাইট থেকে নেওয়া

নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা বলেছেন, আসন্ন চার সিটি করপোরেশন নির্বাচনে পরিস্থিতি যদি দাবি করে, তাহলে নির্বাচন কমিশন (ইসি) আরও কঠোর হবে।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন রাশিদা সুলতানা।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে ১২ জুন এবং রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে ২১ জুন ভোট হবে। আর গাজীপুর সিটি করপোরেশনে ২৫ মে ভোট সম্পন্ন হয়েছে।

বিএনপিসহ সরকারবিরোধীদের বর্জনে সিটি করপোরেশন নির্বাচন সেভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে না, এমন নির্বাচনে কমিশন তৃপ্ত কি না—এমন প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে রাশিদা সুলতানা বলেন, এখানে তৃপ্তি-অতৃপ্তির বিষয় নেই। কে নির্বাচনে আসবে, কে আসবে না, তা তাদের নিজস্ব ব্যাপার। কাউকে নির্বাচনে আনার সুযোগ কমিশনের নেই। কেউ নির্বাচনে না এলেও আইন অনুযায়ী যথাসময়ে কমিশনকে নির্বাচন করতে হবে। তবে সবাই নির্বাচনে অংশ নিলে নির্বাচন কমিশন খুশি হবে। তাঁরা চান, সবাই নির্বাচনে আসুক।

নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা বলেন, ইসি সব সময় চায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। যেখানে সব ভোটার বিনা বাধায় ভোট দিয়ে যেতে পারবেন।

জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে রাশিদা সুলতানা বলেন, এখনো কমিশন এ বিষয়ে আলোচনা করেনি। চলমান নির্বাচন নিয়ে ইসি ব্যস্ত। এ বিষয়ে এখন কিছু বলা যাচ্ছে না।

সিটি করপোরেশন নির্বাচন হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। এ বিষয়ে রাশিদা সুলতানা বলেন, ইভিএমে জাতীয় নির্বাচন করতে পারলে ভালো হতো।