বিএনপি আগামীকাল মিছিল ও গণসংযোগ করবে

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীছবি: ফাইল ছবি

আগামীকাল শুক্রবার সারা দেশে মিছিল ও গণসংযোগ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। আজ বৃহস্পতিবার দুপুরে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির তিন দিনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির শেষ দিন আজ। বিষয়টির উল্লেখ করে রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, এ কর্মসূচিতে অনেকে গ্রেপ্তার হয়েছেন ও আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা আঘাতে অনেকের আহত হয়েছেন। এমনকি এদের আঘাত থেকে একজন নারী পর্যন্ত বাদ যাচ্ছে না।

বিএনপির এই নেতা আরও বলেন, ‘যাঁরা আহত হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন এবং তিন দিন ধরে এ রকম নানা নিপীড়ন-নির্যাতন সরকার ও  সরকারি দলের লোকদের হাতে সবকিছু সহ্য করে কর্মসূচিকে সফল করেছেন, তাদের প্রতি সহমর্মিতা এবং আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছে বিএনপি।’

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপির ১৮৫ জনের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মামলা হয়েছে ১১টি। এসব মামলায় আসামি করা হয়েছে ৯৩৮ জনের বেশি নেতা-কর্মীকে।

সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবি এবং নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে গত মঙ্গলবার থেকে তিন দিনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে দলটি। আজ এ কর্মসূচির শেষ দিন।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পুলিশের অভিযানে পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর থেকে দলটি ৪ দফা হরতাল ও ১৩ দফা অবরোধ কর্মসূচি পালন করে। এরপর লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি দিয়ে আসছে দলটি।