৪৩তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদের সংবর্ধনা

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়ছবি: সংগৃহীত

সম্প্রতি জমকালো আয়োজনের মধ্য দিয়ে ৪৩তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদের সংবর্ধনা দিয়েছে উত্তরণ ক্যারিয়ার অ্যান্ড স্কিলস একাডেমি।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরণ ক্যারিয়ার অ্যান্ড স্কিলস একাডেমির কর্ণধার মাহমুদুল হাসান ও মুহাম্মদ আবুল হাসান, উত্তরণের শিক্ষক, ৪৩তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত ক্যাডার এবং তাঁদের পরিবারের সদস্যরা। বিসিএস পরিক্ষার্থীদের প্রস্তুতিকে গোছানো ও সহজ করতে ৪১তম বিসিএস থেকে যাত্রা শুরু করা উত্তরণ একাডেমি ৪৩তম বিসিএসে এসে তাদের সফলতার ধারা আরও সুউচ্চ করেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি প্রকাশিত ৪৩তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে সর্বমোট ২ হাজার ১৬৩টি ক্যাডার পদের মধ্যে উত্তরণের সাহচর্যে ক্যাডার পদে এ পর্যন্ত সুপারিশপ্রাপ্ত হয়েছেন ৫২৯ জন। সিভিল সার্ভিসের ২৬টি ক্যাডার পদের মধ্যে প্রার্থীদের পছন্দে এগিয়ে থাকে বিসিএস (প্রশাসন), বিসিএস (পররাষ্ট্র) এবং বিসিএস (পুলিশ) সার্ভিস। এই তিনটি ক্যাডার পদেই এবার উত্তরণের আধিপত্য দৃষ্টি কাড়ার মতো।