মানারাতে চাকরির প্রস্তুতি-বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়
ছবি: সংগৃহীত

বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরির প্রস্তুতি–বিষয়ক কর্মশালা হয়েছে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। বিশ্ববিদ্যালয়ের বিজনেস ক্লাবের উদ্যোগে ও স্টুডেন্ট অ্যাফেয়ার্স বিভাগের সহযোগিতায় শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসে ‘মাল্টিন্যাশনাল কোম্পানি জব প্রিপারেশন’ শীর্ষক এই কর্মশালা হয়।

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো. মাহবুব আলমের সভাপতিত্বে কর্মশালার মূল আলোচক ছিলেন নিউ এরা ট্রেনিং অ্যাকাডেমির পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার (অব.) শেখ আজিম আল সাত্তার। আরও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও বিজনেস ক্লাবের (আশুলিয়া ক্যাম্পাস) মডারেটর আশিকুন্নবি, সহকারী রেজিস্ট্রার আলমগীর হোসেন, নিউ এরা ট্রেনিং অ্যাকাডেমির ব্যবস্থাপনা পরিচালক লেফটেন্যান্ট (অব.) দেবায়ন চক্রবর্তি, মেজর (অব.) ফজলে রাব্বী খান, ক্যাপ্টেন (অব.) নোশিন নাওয়ার, স্টুডেন্ট অ্যাফেয়ার্স বিভাগের সহকারী পরিচালক রফিকুল আমীন প্রমুখ।

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক তাকিব হাসানের সঞ্চালনায় কর্মশালায় ক্লাব প্রেসিডেন্ট আহমেদ মনসুর হোসেইন, সাধারণ সম্পাদক সাওদিয়া রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।