বেঙ্গালুরুতে বাংলাদেশি নারীর লাশ উদ্ধার
ভারতীয় হাইকমিশনারকে তলবের আহ্বান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি নারীকে ‘ধর্ষণের পর হত্যার’ ঘটনায় ভারতীয় হাইকমিশনারকে তলব করতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির নেতারা বলেছেন, এ ব্যাপারে ভারত সরকার কী পদক্ষেপ নিয়েছে, তা জানতে চাইতে হবে। গত ৫ আগস্ট-পরবর্তী সময়ে বাংলাদেশে কোনো প্রকার নতজানু পররাষ্ট্রনীতি চলবে না।
আজ শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এসব কথা বলেন।
ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহরের পূর্ব দিকে কালকেরে হ্রদের কাছ থেকে গতকাল শুক্রবার এক বাংলাদেশি নারীর (২৮) মরদেহ উদ্ধার হয়। স্থানীয় পুলিশের ধারণা, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে আজ বিকেলে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সমাবেশে সংগঠনটির সদস্যসচিব আরিফ সোহেল বলেন, ‘অবিলম্বে আমরা দাবি জানাব, আমাদের বোনের হত্যাকাণ্ডের ব্যাপারে ভারতকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবিলম্বে ভারতীয় হাইকমিশনারকে তলব করে এ ব্যাপারে ভারত সরকার কী পদক্ষেপ নিয়েছে, সেটি জানতে চাইতে হবে।’
আরিফ সোহেল আরও বলেন, ‘আমরা তীক্ষ্ণভাবে নজর রাখছি। ৫ আগস্ট–পরবর্তী সময়ে বাংলাদেশে কোনো প্রকার নতজানু পররাষ্ট্রনীতি চলবে না। আমাদের শহীদদের তালিকা বড় হচ্ছে, হয়তো আরও বড় হবে। কিন্তু আমরা থামব না।’
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক হাসিব আল ইসলাম বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার ভারতের গোলামি করে স্বৈরাচারী ক্ষমতা টিকিয়ে রেখেছিল। বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ন করে অসম চুক্তির মাধ্যমে দেশকে বিক্রির ষড়যন্ত্র করছিল তারা। কিন্তু বাংলাদেশের মানুষ আর দেশের সার্বভৌমত্বের প্রশ্নে ছাড় দেবে না।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সেলের সম্পাদক জাহিদ আহসান সমাবেশ সঞ্চালনা করেন। সেখানে আরও বক্তব্য দেন সংগঠনের নির্বাহী কমিটির সদস্য তারেকুল ইসলাম, জুলাই গণ–অভ্যুত্থানবিষয়ক বিশেষ সেলের সদস্য সালোয়া আক্তার প্রমুখ।